skip to content
Sunday, July 7, 2024

skip to content
Homeজেলার খবরCongress Joining | বসিরহাটে তৃণমূল-বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান শতাধিক কর্মীর

Congress Joining | বসিরহাটে তৃণমূল-বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান শতাধিক কর্মীর

Follow Us :

বসিরহাট: ফের বিজেপি-তৃণমূলে (TMC-BJP) ভাঙন। পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে বিজেপি-তৃণমূল থেকে শতাধিক নেতা কর্মী যোগদান করল কংগ্রেসে (Congress)। উত্তর ২৪ পরগণা বসিরহাট (Basirhat) মহকুমার বসিরহাট ১ নম্বর ব্লকের সোলাদানা এলাকায় তৃণমূল-বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান।

সোমবার সোলাদানা হাইস্কুলে মাঠে কংগ্রেসের প্রকাশ্য জনসভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি আবদুল সাত্তার, উত্তর ২৪ পরগনা জেলা গ্রামীণ কংগ্রেসের সভাপতি অমিত মজুমদার ও উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক কাদের সহ বিশিষ্ট কংগ্রেস নেতারাও উপস্থিত ছিলেন ওই সভায়। সেখানেই বিজেপি ও তৃণমূল কংগ্রেস শতাধিক নেতা-কর্মী সমর্থক অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসের যোগদান করলেন। তৃণমূলের যুব নেতা রাজু দাস সহ শতাধিক নেতাকর্মী সমর্থক ও বিজেপি নেতা প্রশান্ত ঘোষ এদিন অধীরের হাত থেকে কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন।

আরও পড়ুন: Bagtui Massacre | Calcutta High Court | লালনের মৃত্যুর তদন্তে রাজ্যের সিট,নির্দেশ আদালতের

উল্লেখ্য, যেখানে রাজ্য জুড়ে তৃণমূলের নব জোয়ার কর্মসূচি চলছে, তার মাঝেই পঞ্চায়েত নির্বাচনের আগে কংগ্রেসের হাত শক্ত করছে কখনও শাসক দল আবার কখনও বিজেপি থেকে ছেড়ে যাওয়া কর্মী সমর্থকেরা। যদিও এ বিষয়ে গুরুত্ব দিতে নারাজ শাসকদল তৃণমূল থেকে বিরোধী দল বিজেপি। পঞ্চায়েতের আগে এই যোগদান যে তৃণমূলকে অনেকটাই ব্যাকফুটে ফেলে দিয়েছে, তা মনে করছে অনেকে। নির্বাচনে ফলাফলের পরই এ বিষয়টি পরিষ্কার হবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। 

RELATED ARTICLES

Most Popular