Placeholder canvas

Placeholder canvas
HomeদেশNew Parliament Building | নতুন সংসদ ভবনের উদ্বোধন ২৮ মে

New Parliament Building | নতুন সংসদ ভবনের উদ্বোধন ২৮ মে

Follow Us :

নয়াদিল্লি: নতুন সংসদ ভবনের (New Parliament Bhawan)  উদ্বোধন হবে ২৮ মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এর উদ্বোধন (Inauguration) করবেন। ওই দিন বিনায়ক দামোদর সাভারকরের ১৪০ তম জন্ম দিন। বীর সাভারকর ১৮৮৩ সালে ২৮ মে ভাগুরে জন্মেছিলেন। নতুন সংসদ ভবন অন্ততপক্ষে ১৫০ বছর টিকে থাকবে। সেভাবেই তৈরি করা হয়েছে। বর্তমান সংসদ ভবনটি এখন শতবর্ষে পড়েছে। এই বিষয়ে শুক্রবার টুইট করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya)।
 
জানা গিয়েছে, বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla)। সেখানে তিনি উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। উল্লেখ্য গত মার্চ মাসে নতুন সংসদ ভবন দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে ৪ তলা ভবন সেটি। সেখানে ১২০০ জনেরও বেশি সাংসদ বসতে পারবেন। প্রধানমন্ত্রী ঘুরে দেখার সময় সেখানকার কর্মীদের সঙ্গে কথা বলেছিলেন। ২০২০ সালের ডিসেম্বর মাসে নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী। এই ভবনে থাকছে একাধিক কমিটি কক্ষ। আছে বড় লাইব্রেরি রুম। আছে পার্কিংয়ের বড় জায়গা। প্রথমে ঠিক ছিল এই সংসদ ভবনটি ২৬ মে উদ্বোধন করা হবে। কারণ মোদি সরকারের প্রথম শপথগ্রহণ হয়েছিল সেদিন। যদিও পরে সেই দিন বদলানো হয়। আত্মনির্ভর ভারতের প্রতীক হিসেবে তুলে ধরা হচ্ছে এই বিল্ডিংকে। 

আরও পড়ুন: Population | New City | জনসংখ্যার বিপুল চাপ কমাতে ৮টি নতুন শহর গড়ার পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের 

এদিকে জানা গিয়েছে, শাসক বিজেপি ২৯ মে নবছরের শাসনকাল উদয়াপন করবে। এই নতুন ভবনে আসন্ন বর্ষা মরশুমে সংসদের অধিবেশন বসার কথা। এই ভবনটি তৈরিতে খরচ হয়েছে ৯৭০ কোটি টাকা। ৬৫ হাজার বর্গমিটার এলাকাজুড়ে এটি অবস্থিত। লোকসভা ও রাজ্যসভার জন্য দুটি বড় হল করা হয়েছে। একটি লাইব্রেরি। একটি স্টেট অফ দ্য আর্ট কনস্টিটিউসন হল রয়েছে সেখানে। অফিস রুম থাকছে। মিটিংয়ের জন্য কমিটি রুম থাকছে। লোকসভার জন্য বসার আসন সংখ্যা রয়েছে ৮৮৮টি। একইসঙ্গে ৩৮৪ আসনের রাজ্যসভা হল তৈরি করা হয়েছে। যৌথ অধিবেশনের জন্য ১২৮০ সদস্য বসতে পারবেন লোকসভা চেম্বারে। এখন বর্তমান সংসদ ভবনটি ১৯২৭ সালে সম্পূর্ণ হয়েছিল। এখন বর্তমানে তা ৯৬ বছরের পুরনো। লোকসভা ও রাজ্যসভা রেজোলিউশন করে সরকারকে আর্জি জানিয়েছিল নতুন ভবন তৈরির জন্য। বর্তমান সময়ে প্রয়োজনের জন্য বর্তমান সংসদ ভবনটি অপ্রতুল হয়ে পড়ছিল। 

 

RELATED ARTICLES

Most Popular