Placeholder canvas

Placeholder canvas
Homeপ্রযুক্তিWhatsapp | Lock Chat | হোয়াটসঅ্যাপে 'লক চ্যাট' ব্যবহার করবেন যেভাবে

Whatsapp | Lock Chat | হোয়াটসঅ্যাপে ‘লক চ্যাট’ ব্যবহার করবেন যেভাবে

Follow Us :

সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের (Social Media Platfrom)মধ্যে অন্নতম জনপ্রিয় অ্যাপ (App) হল হোয়াটসঅ্যাপ (Whatsapp)। নিত্য নতুন আপডেট নিয়ে হাজির হচ্ছে ব্যবহারকারদের সামনে। সম্প্রতি হোয়াটসঅ্যাপে যোগ হয়েছে ‘লক চ্যাট’ (Lock Chat) করার ফিচারটি (Feature)। যার মাধ্যমে ব্যবহারকারীরা ইচ্ছেমত যে যেকোনও চ্যাট গোপন করে রাখতে পারেন। সেক্ষেত্রে কোনও তৃতীয় ব্যক্তি আপনার ফোন বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করলেও আপনি ছাড়া সেটি আর কেউ দেখতে পাবে না।    

ব্যবহারকারীরা যেসব চ্যাট সুরক্ষিত রাখতে চান সেগুলো সিলেক্ট করে লক করে রাখতে পারেন। সেসব চ্যাটগুলো ইনবক্সে দেখা যাবে না তবে আলাদা ফোল্ডারে স্টোর হবে। পাসওয়ার্ড বা বায়োমেট্রিক্সের মাধ্যমে সেই সকল চ্যাট লক করা যাবে। যতক্ষণ না পর্যন্ত চ্যাট আনলক করা হচ্ছে ততক্ষণ উক্ত ফোল্ডারেই সেভ থাকবে চ্যাটগুলো। চ্যাট লক হওয়ার পাশাপাশি সেই চ্যাটের সব মেসেজ এবং নোটিফিকেশনও অটোমেটিক হাইড হয়ে যাবে।

আরও পড়ুন: Barasat Incident | ‘এক রোগীর নির্ধারিত রক্ত অন্য রোগীকে দেওয়ায় মৃত্যু’, তুমুল উত্তেজনা বারাসত হাসপাতালে  

বর্তমানে মেসেজিংয়ের ক্ষেত্রে অনেকের কাছেই ভরসাযোগ্য মাধ্যম হোয়াটসঅ্যাপ। দ্রুত এবং সুরক্ষিত উপায়ে কথা বলা যায় এই অ্যাপে। আরও রয়েছে ভয়েস কলিং এবং ভিডিও কলিংয়ের সুবিধাও। তবে চ্যাটিংয়ের ক্ষেত্রে কথোপকথন ফাঁস হওয়ার আশঙ্কা থাকতো অনেক বেশি।  চলুন জেনে নেওয়া যাক কীভাবে ব্যবহার করবেন ফিচারটি-

এই ফিচার অন করার জন্য প্রথমে হোয়াটসঅ্যাপটি লেটেস্ট ভার্সনে আপডেট করতে হবে। তারপর অ্যাপ ওপেন করে যেই চ্যাট লক করতে চান সেখানে ট্যাপ করতে হবে। তারপর একটি লক অপশন আসবে সেটি সিলেক্ট করে পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করে রাখতে পারবেন। ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি গ্রুপ চ্যাটও এই ফিচারের মাধ্যমে লক করা যাবে।

RELATED ARTICLES

Most Popular