কালিগঞ্জ: দুই গ্রামের মধ্যে গন্ডগোল গুলিবিদ্ধ হয়েছেন আসাদুল শেখ নামের এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে নদীয়ার কালিগঞ্জ (Kaliyaganj) থানার পালিতবেরিয়া গ্রামে। স্থানীয় ও আহতের পরিবার সূত্রে জানা জানা গিয়েছে,শনিবার বিকেলে পাশের গ্রামের কয়েকজন যুবক ওই গ্রামের জোরে বাইক চালাচ্ছিলেন। তাতে প্রতিবাদ করেছিলেন এই গ্রামের লোকজন, এরপর পাশের গ্রাম দলুইপুরের থেকে দুষ্কৃতীরা বোমা গুলি নিয়ে এসে হামলা করে।
সুত্রে খবর, আহত আসাদুল শেখ সে সময় বাড়ি থেকে বেরিয়ে রাস্তার দিকে যাচ্ছিলেন, সেই সময় দুষ্কৃতীর ছোড়া গুলি তাঁর গায়ে লাগে। গুরুতর যখন অবস্থায় তাঁকে জেলার শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে কালিগঞ্জ থানার পুলিশ।
আরও পড়ুন : Pen Down of Government Employees | ২২ মে থেকে সরকারি অফিসে পেন ডাউন ধর্মঘটের ডাক
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)