Placeholder canvas

Placeholder canvas
HomeদেশRahul Gandhi in US | এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে বিজেপি-আরএসএস, রাহুলের 'ভারত-নিন্দা'র...

Rahul Gandhi in US | এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে বিজেপি-আরএসএস, রাহুলের ‘ভারত-নিন্দা’র জবাবে মুখিয়ে উঠল গেরুয়া শিবির

Follow Us :

সান ফ্রান্সিসকো: লন্ডন-বিতর্কের পর এবার মার্কিন মুলুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি-আরএসএসের নিন্দায় পঞ্চমুখ কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দেশের শাসকদল বিজেপি মানুষকে ভয় দেখাচ্ছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে অপব্যবহার করছে বলে অভিযোগ রাহুলের। ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারায় অভিবাসী ভারতীয়দের নিয়ে ‘মোহাব্বত কি দুকান’ নামে এক অনুষ্ঠানে রাহুলের চাঁচাছোলা আক্রমণ, ভারতের রাজনীতির সব জাদুদণ্ড বিজেপি-আরএসএসের হাতে। বিজেপি এজেন্সিগুলোকে ব্যবহার করে মানুষকে ভয় দেখাচ্ছে। রাজনীতিতে জনসংযোগের সব রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে।

রাহুলের কথায়, সংবাদমাধ্যমে যা প্রচার করা হচ্ছে, ভারতে প্রকৃত চিত্র তা নয়। বাস্তব থেকে অনেক দূরে রাজনৈতিক ভাষ্য তৈরি করে ভারতকে উপস্থাপন করা হচ্ছে। যা বিরাট বিকৃত তথ্য। ফলে আপনারা মিডিয়ায় যা দেখছেন, তা সত্য নেয়। তিনি আরও বলেন, আপনাদের মনে যদি ঘৃণা থাকে, ক্রোধ থাকে এবং ঔদ্ধত্য থাকে, তাহলে আপনাদের এখানে বসা উচিত নয়। বিজেপির মিটিংয়ে থাকা উচিত। আমি তখন ‘মন কি বাত’ করব।

আরও পড়ুন: Sujaykrishna Bhadra | জুতো মুছতেন এককালে, সেই কালীঘাটের কাকুর কোটি কোটি টাকার সম্পত্তি

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সিলিকন ভ্যালি ক্যাম্পাসে আয়োজিত অনাবাসী ভারতীয়দের অনুষ্ঠানে তিনি আরও বলেন, এত কিছু সত্ত্বেও শাসক বিজেপিকে হারানো সম্ভব। বিরোধীরা যদি শক্তিশালী জোট বাঁধতে পারে তাহলে বিজেপিকে হারানো যেতে পারে। কংগ্রেস আপাতত সেই কাজই করে চলেছে। এক প্রশ্নের জবাবে রাহুল বলেন, বিজেপির দুর্বলতা তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন। জোট মানে কেবল বিজেপিকে সরাতে ঐক্যবদ্ধ হওয়া নয়, দেশের মানুষের সামনে বিজেপির বিকল্প শক্তি হিসেবে তুলে ধরতে হবে। দেশের মঙ্গলের কথা বোঝাতে হবে। দেশের মানুষকে জানাতে হবে, আমরা কেবলমাত্র বিরোধীদের একটা জোট নই। দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি, বলেন রাহুল।

কংগ্রেসের প্রাক্তন সভাপতির এহেন তিরন্দাজিতে বিদ্ধ বিজেপিও কড়া ভাষায় জবাব দিয়েছে। বিজেপি নেতা মুখতার আব্বাস নকভি রাহুলের উদ্দেশে বলেন, উনি যখন বিদেশে যান, তখন ওনার ভিতরে পাকিস্তানের জনক মহম্মদ আলি জিন্নাহর আত্মা ভর করে। কংগ্রেস তো মুসলিমদের চুয়িং গামের মতো ব্যবহার করেছে। নকভি আরও বলেন, উনি বিদেশে গেলে জিন্নাহ কিংবা আল কায়েদার মতো চিন্তাশীলদের আত্মা ঢুকে পড়ে রাহুলের শরীরে। রাহুল গান্ধীর সমস্যা হচ্ছে, উনি কিছুতেই মানতে পারছেন না যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামন্ততান্ত্রিক আধিপত্য ভেঙে দিয়েছেন উন্নয়নের মাধ্যমে। রাহুল গান্ধী গণতন্ত্র ও পরিবারতন্ত্রকে এক মনে করেন। উনি বিদেশের সামনে ভারতের অবমাননা করার ঠিকা নিয়েছেন।

কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ ঠাকুরও রাহুলকে একহাত নিয়ে বলেন, প্রধানমন্ত্রী মোদি অন্তত ২৪ জন রাষ্ট্রনেতার সঙ্গে ৫০-এর বেশি বৈঠক করেছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানেজ তাঁকে ‘বস’ বলে সম্বোধন করেছেন। মনে হয় রাহুল গান্ধীর এসব হজম হচ্ছে না। ইতালির প্রধানমন্ত্রী তাঁকে বিশ্বের জনপ্রিয়তম নেতা এবং এক রাষ্ট্রপ্রধান তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন। কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী আরও বলেন, বাইরে গেলে দেশকে কলঙ্কিত না করে থাকতে পারেন না রাহুল গান্ধী।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Mamata Banerjee | বিজেপি শুধু ভাঁওতাবাজি করে : মমতা
08:39
Video thumbnail
Loksabha Election 2024 | বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া কেমন কাটল তৃতীয়দফার নির্বাচন
11:40
Video thumbnail
MD Selim | শান্তিপূর্ণ নির্বাচন হলেও, মুর্শিদাবাদ থেকে সেলিমের বিরুদ্ধে জমা পড়েছে একাধিক অভিযোগ
14:37
Video thumbnail
Loksabha Election 2024 | ৩টে পর্যন্ত মালদহ উত্তরে ভোেট ৬১.৫০%
03:42
Video thumbnail
Sukanta Majumder | 'ভিডিয়ো করিয়েছে পুলিশ', বিস্ফোরক অভিযোগ সুকান্ত মজুমদারের
09:23
Video thumbnail
Loksabha Election 2024 | 'ভুয়ো' এজেন্ট ধরলেন সেলিম! TMC বুথ সভাপতি হিটলার সরকারকে মারধরের অভিযোগ
13:37
Video thumbnail
Loksabha Election 2024 | নির্বাচনের উত্তাপ বাড়িয়ে জঙ্গিপুরে হল ভোট উৎসব
10:18
Video thumbnail
Loksabha Election 2024 | ভগবানগোলা উপনির্বাচনে সকাল ১১টা পর্যন্ত ভোট ২৯.৩৯%
06:13
Video thumbnail
SSC Scam | '২৫ হাজারে কমপক্ষে ১৯ হাজারের চাকরি নিয়ে বিতর্ক নেই', সুপ্রিম কোর্টে সওয়াল রাজ্যের
09:18
Video thumbnail
Weather | সোমবারের দুর্যোগে ১২ জনের মৃত্যু রাজ্যে
02:18