শ্রীনগর: ১০০ ঘন্টা পরেও অব্যাহত অনন্তনাগে সেনা-জঙ্গি সংঘর্ষ। শনিবার ভোরে নিয়ন্ত্রিন রেখা পার করে উড়িতে ঢোকার চেষ্টা করে ৩ জন জঙ্গি। কিন্তু তাদের সেই পরিকল্পনা ভেস্তে দেয় ভারতীয় সেনা। এনকাউন্টারে জখম হয় ওই তিনজন। শনিবার সন্ধ্যায় সেনার তরফে জানানো হয় ওই তিনজন জঙ্গিদের মধ্যে দু’জনের দেহ মিললেও একজনের দেহ এখনও উদ্ধার করা যায়নি।
কাশ্মীর পুলিশের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছিল, উরি সংলগ্ন বারামুলা জেলার হাথলাঙ্গা এলাকায় ঘটনাটি ঘটেছে সেখানেই বারামুলা পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ প্রয়াসে এনকাউন্টারে নিকেশ হয়েছে ৩ জঙ্গি। তারা সীমান্তের ওপার থেকে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলোকে অস্ত্র পাচার করত। সেই সঙ্গে বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল।
এদিকে সেনাকর্তা ব্রিগেডিয়ার পিএমএস ধিলো জানান, হত্যাঙ্গা দিয়ে উড়িতে ঢোকার চেষ্টা করছিল তিন থেকে চারজন জঙ্গি। ঠিক ওই সময়ই তাদের উপস্থিতি আঁচ করতে পেরে টানা দু’ঘণ্টা চলে গুলির বর্ষণ। তাঁর কথায়, অনুপ্রবেশকারী সন্ত্রাসবাদীদের রুখতে সেনাবাহিনী রকেট লঞ্চার-সহ বেশ কিছু ভারী অস্ত্র ব্যবহার করে। সেই সময়ই তিনজন নিহত হয় এবং আরও একজন আহত হয়। পাক সেনার কভারিং ফায়ারের সাহায্য পেয়ে সে পালাতে সক্ষম হয়। তিনি আরও বলেন, পাক বাহিনী আহত সন্ত্রাসবাদীকে ‘ফায়ার সাপোর্ট’ দিয়েছিল। পাকিস্তানি সেনা আমাদের কোয়াডকপ্টারগুলিতেও গুলি চালায়।