Placeholder canvas

Placeholder canvas
HomeScrollদুবার ক্ষমতায় থাকার পরেও সরকারের প্রতি মানুষের সমর্থন বাড়ছে: নরেন্দ্র মোদি
Narendra Modi

দুবার ক্ষমতায় থাকার পরেও সরকারের প্রতি মানুষের সমর্থন বাড়ছে: নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ম্যাগাজিন নিউজ উইকের প্রচ্ছদে নরেন্দ্র মোদি

Follow Us :

নিউইয়র্ক: আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নিউইয়র্ক ভিত্তিক ম্যাগাজিন নিউজ উইকের (Newsweek) প্রচ্ছদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ইন্দিরা গান্ধীর পরে তিনি দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি প্রচ্ছদে এসেছেন। ১৯৬৬ সালের এপ্রিল সংখ্যায় ইন্দিরা গান্ধীকে নিউজউইকের প্রচ্ছদে আনা হয়েছিল। গত মার্চে লিখিত প্রশ্নের মাধ্যমে নিউজউইকের টিম নরেন্দ্র মোদির ইন্টারভিউ নিয়েছিলেন। ভারত-চীন সীমান্ত পরিস্থিতি, রামমন্দির, আর্টিকল ৩৭০-র মতো বিষয় আলোচনায় জায়গা করে নিয়েছে।

ভারত-চীন দুই দেশের সীমান্ত সমস্যা দ্রুত নিষ্পত্তি করা দরকার বলে কথা উঠে এসেছে মোদির কথায । এছাড়া আসন্ন লোকসভা ভোট, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক, রামমন্দির, গণতন্ত্রের মতো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মোদি জানিয়েছেন, জম্মু কাশ্মীরে বিশেষ মর্যাদা প্রত্যাহার করার পর সেখানে পর্যটকের সংখ্যা বেড়েছে। জঙ্গি কার্যকলাপ বেড়েছে।

আরও পড়ুন: কেমোথেরাপি নেওয়ার পরে মহিলা জানতে পারলেন তাঁর ক্যান্সার হয়নি

আসন্ন লোকসভা ভোট নিয়ে প্রধানমন্ত্রী বলেন, দ্বিতীয়বারের ক্ষমতায় থাকার পর অধিকাংশ জায়গাতে খুব জনপ্রিয় সরকারও সমর্থন হারাতে শুরু করে। সারা বিশ্বেই এটা হচ্ছে। সেখানে ভারত ব্যতিক্রম। জনপ্রিয় সমর্থন সেখানে বাড়ছে।  ভারতকে গণতন্ত্রের মা বর্ণনা করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ২০১৯ সালের চেয়ে এবার বেশি মানুষ ভোটে অংশ নেবেন। তবে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের জেল প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ওটা পাকিস্তানের আভ্যন্তরীণ বেশি। সেই বিষয়ে কোনও মন্তব্য করেননি।

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular