Placeholder canvas

Placeholder canvas
HomeScrollট্র্যাফিক পুলিশের মতো সিবিআই, কেউ মানে না! মন্তব্য ফিরহাদের
Firhad Hakim

ট্র্যাফিক পুলিশের মতো সিবিআই, কেউ মানে না! মন্তব্য ফিরহাদের

বিনাশকালে বিপরীত বুদ্ধি হয়েছে, মন্ত্রীকে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতির

Follow Us :

কলকাতা: ট্র্যাফিক পুলিশের মতো মানুষ সিবিআইকেও (CBI) মানে না। সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali Case) সিবিআই তদন্ত নিয়ে বৃহস্পতিবার এমনই দাবি ক়রলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বুধবার কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) নির্দেশ দেয়, সন্দেশখালিতে ধর্ষণ থেকে জমি দখল সব অভিযোগেক তদন্ত করবে সিবিআই। এনিয়ে বিজেপিকে খোঁচা দিয়ে ফিরহাদ বলেন, বিজেপি সিবিআইকে যা তৈরি করে দিয়েছে তাতে মানুষ আর সিবিআইকে মানে না।

ইদের সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ফিরহাদ হাকিম। ফিরহাদ বলেন, সিবিআইয়ের অবস্থা ট্র্যাফিক পুলিশের মতো হয়েছে।এখন আর সিবিআইয়ের কোনও অস্তিত্ব নেই। ট্র্যাফিক পুলিশকে যেমন কেউ মানে না, সিবিআইকেও কেউ মানে না!পদ্মশিবিরকে নিশানা করে তাঁর সংযোজন, এখন তো সিবিআইকে যা তৈরি করে দিয়েছে বিজেপি, তাতে সিবিআইকেও কেউ মানে না। ফিরহাদের এই মন্তব্য প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ওঁর বিনাশকালে বিপরীত বুদ্ধি হয়েছে। রাজ্যের মন্ত্রী হয়ে বলছেন পুলিশ, ট্র্যাফিক পুলিশকে কেউ মানে না! বিপদের সময় মানুষ সেমসাইড গোল করে ফেলে। তিনি আরও বলেন, “যে সমস্ত পুলিশ আধিকারিক নিরপেক্ষ ভাবে কাজ করেন, তাঁদের মানুষ মানে।

আরও পড়ুন: একটা ভোটও অন্য দলকে দেবেন না, রেড রোডে অনুষ্ঠান থেকে বক্তব্য মুখ্যমন্ত্রীর

বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিভগননম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সন্দেশখালি ঘটনায় সিবিআই তদন্তের (CBI Inestigation Sandeshkhali case) নির্দেশ দেয়। বিচারবিভাগীয় তদন্তের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে। আদালত স্পষ্ট করে বলেছে, সন্দেশখালি ঘটনার তদন্তে স্থানীয় কোনও তদন্তকারী সংস্থার প্রয়োজন আছে বলে তারা মনে করে না।আদালতের নির্দেশ, সন্দেশখালিতে ধর্ষণ থেকে শুরু করে জমি দখল, চাষের জমিকে ভেড়িতে পরিবর্তন করা, সাধারণ মানুষের উপর অত্যাচার-সহ সমস্ত অভিযোগের তদন্ত করবে সিবিআই। আর সিবিআইকে রাজ্য সরকারের তরফে রকম সহযোগীতা করতে হবে।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular