হাওড়া: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিকে বিকৃত করা হল, তাও আবার নবান্নের সামনে! গত ৮ মে (২৫ বৈশাখ) রবীন্দ্রনাথের জন্মদিনে শরৎ সদনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তার পোস্টার পড়েছিল নবান্নের কাছে মন্দিরতলায়। সেই পোস্টারে ছিল বিশ্বকবির ছবি। সেই ছবির দুই চোখে কে বা কারা স্প্রে পেন্ট দিয়ে কালো কালি লেপে দিয়েছে। কদর্য এই ছবি গতকাল থেকেই জনসমক্ষে দৃশ্যমান, তবু প্রশাসন তা সরিয়ে ফেলার উদ্যোগ নেয়নি। সোশ্যাল মিডিয়ায় এই ছবি এখন ভাইরাল, চলছে তুমুল নিন্দা। প্রশ্নের মুখে প্রশাসনের উদাসীনতা।
আরও পড়ুন: হায়দরাবাদকে দুরমুশ করে আইপিএলের ফাইনালে KKR
দেখুন অন্য খবর: