Placeholder canvas

Placeholder canvas
HomeScrollইজরায়েলের সঙ্গে উড়ান পরিষেবা বন্ধ রাখল এয়ার ইন্ডিয়া
Air India

ইজরায়েলের সঙ্গে উড়ান পরিষেবা বন্ধ রাখল এয়ার ইন্ডিয়া

দিল্লি থেকে তেল আভিভের মধ্যে প্রতি সপ্তাহে চারটি করে বিমান যাতায়াত করে

Follow Us :

নয়াদিল্লি: ইরান (Iran) ইজরায়েলের (Israel) সংঘাতের জেরে অনির্দিষ্টকালীন উড়ান পরিষেবা বন্ধ রাখার কথা জানাল এয়ার ইন্ডিয়া। দিল্লি এবং তেল আভিভের মধ্যে বিমান চলাচল বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইজরায়েলের উপর ইরান হামলা করেছে। পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রবিবার একটি বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, অনির্দিষ্ট সময়ের জন্য দিল্লি এবং তেল আভিভের মধ্যে বিমান চলাচল বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।

জানা গিয়েছে, দিল্লি থেকে তেল আভিভের মধ্যে প্রতি সপ্তাহে চারটি করে বিমান যাতায়াত করে। টাটা গ্রুপের নিয়ন্ত্রাধীন এই উড়ান সংস্থা এর আগে হামাস আক্রমণের সময় ইজরায়েলের সঙ্গে উড়ান পরিষেবা বন্ধ রেখেছিল। পাঁচ মাস পরে গত তিন মার্চ দুদেশের মধ্যে উড়ান পরিষেবা স্বাভাবিক করা হয়েছিল। কিন্তু ফের যাত্রী সুরক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবারই ইরান ইজরায়েল লক্ষ্য করে প্রায় ২০০টি ড্রোন দিয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইজরায়েল জানিয়েছে তারা পাল্টা জবাব দেবে। সেটাই তাদের নীতি। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েোল ম্যাক্রঁ ইরানের এই হামলার কড়া নিন্দা করেছে। খোঁজ নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। ইরান জানিয়েছে, আত্মরক্ষার স্বার্থে তারা এই হামলা চালিয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানে সরবজিৎ সিংয়ের হত্যাকারীকে খুন করল অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular