Placeholder canvas

Placeholder canvas
Homeদেশগণতন্ত্রের বৃহত্তম উৎসবে শামিল হল গুগল
Google Doodle

গণতন্ত্রের বৃহত্তম উৎসবে শামিল হল গুগল

গণতন্ত্রের বৃহত্তম উৎসবে শরিক এবার গুগল

Follow Us :

কলকাতা: আজ, শুক্রবার থেকে দেশ জুড়ে শুরু হল গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব লোকসভা নির্বাচন ২০২৪ (Lok Sabha Election 2024)। আর ভারতের এই উৎসবেই এবার শামিল হল বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন গুগলও (Google)। আজ, প্রথম দফায় নির্বাচন শুরু হতেই ডুডল (Doodle) বদলে দেশের নির্বাচনী উৎসবে শামিল হল গুগল। গুগল লেখার দ্বিতীয় ‘ও’ পাল্টে হাতের তর্জনীতে ভোটদানের চিহ্ন দেখা গেল গুগল ডুডলে।

গুগল লেখার দ্বিতীয় ‘ও’ পাল্টে হাতের তর্জনীতে ভোটদানের চিহ্ন গুগল ডুডলে

আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ৪৬)

উল্লেখ্য, আজ প্রথম দফায় দেশের ১০২টি আসনে ভোটগ্রহণ হচ্ছে ৷ তামিলনাড়ুর ৩৯টি আসন, উত্তরাখণ্ডের ৫টি আসন, রাজস্থানের ১২টি আসন, উত্তর প্রদেশের ৮টি, মধ্যপ্রদেশের ৬টি, অসম ও মহারাষ্ট্রের ৫টি আসন, বিহারের ৪টি এবং আমাদের রাজ্যের উত্তরের তিনটি জেলা-সহ বিভিন্ন রাজ্যে সকাল থেকে ভোটগ্রহণ চলছে ৷

আরও পড়ুন: তৃণমূলের লেখা দেওয়ালে অশ্লীল শব্দ প্রয়োগের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

এছাড়া মণিপুর, অরুণাচল প্রদেশ, মেঘালয়ে দুটি করে এবং জম্মু ও কাশ্মীর, ছত্তিশগড়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, মিজোরাম, নাগাল্যান্ড, পুদুচেরি, সিকিম এবং লাক্ষাদ্বীপে একটি করে আসনে আজ ভোট গ্রহণ। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আজ দেশ জুড়ে মোট ভোটারের মধ্যে ৮.৪ কোটি পুরুষ, ৮.২৩ কোটি মহিলা এবং ১১,৩৭১ জন তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছেন।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular