Placeholder canvas

Placeholder canvas
HomeScrollমেজাজ হারিয়ে দলীয় কর্মীকে 'ইডিয়ট' বললেন তৃণমূলের শতাব্দী
Lok Sabha Election 2024

মেজাজ হারিয়ে দলীয় কর্মীকে ‘ইডিয়ট’ বললেন তৃণমূলের শতাব্দী

Follow Us :

বীরভূম: প্রচারে গিয়ে মেজাজ হারিয়ে নিজের দলের কর্মীকেই ইডিয়ট বললেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। বুধবার সকালে দুবরাজপুর ব্লকের হেতমপুর পঞ্চায়েত এলাকা থেকে নির্বাচনী প্রচার শুরু করেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। এরপর বালিজুড়ি পঞ্চায়েতের মঙ্গলপুরে খাগেশ্বর শিব মন্দিরে পুজো দেওয়ার পর স্থানীয় মানুষের প্রশ্নে মেজাজ হারান তৃণমূল প্রার্থী।

স্থানীয় সূত্রে খবর, বালিজুড়ি পঞ্চায়েত এলাকায় কী কী উন্নয়ন হয়েছে, সেই সঙ্গে জলের ট্যাঙ্কের বরাদ্দ হওয়া টাকা ফেরত গেল কেন এমন একাধিক প্রশ্নে মেজাজ হারান শতাব্দী। এতটাই উত্তেজিত হয়ে পড়েন শতাব্দী দলীয় এক কর্মীর উদ্দেশ্যে বলেন, আপনি একটা ইডিয়ট। ইডিয়টের মতো কথা বলছেন আপনি। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।

আরও পড়ুন: ৫ কোটি টাকা চেয়ে উদয়নকে চিঠি কেএলও-র

যদিও এ বিষয়ে শতাব্দীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ওই কর্মী ট্যাঙ্কের টাকা নিয়ে ভুল মানে ভেবেছেন। তাই পরে এসে নিজের ভুল স্বীকার আমার সঙ্গে কথা বলেছেন। এ বিষয়ে আলোচনা করতে পরে ওনার সঙ্গে কথা বলব।

দেখুন আরও অন্যান্য খবর:

RELATED ARTICLES

Most Popular