Thursday, July 3, 2025
HomeScrollসর্বোচ্চ গোলে মেসি দুইয়ে, সামনে শুধুই রোনাল্ডো
Lionel Messi

সর্বোচ্চ গোলে মেসি দুইয়ে, সামনে শুধুই রোনাল্ডো

ম্যাচ প্রতি গোলের হিসেবে মেসি-রোনাল্ডোর থেকে এগিয়ে সুনীল ছেত্রী

Follow Us :

কলকাতা: ভারতীয় সময় বুধবার ভোরে কানাডাকে ২-০ হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এ ম্যাচে একটা গোল করেছেন লিওনেল মেসি (Lionel Messi)। এই গোল করে আন্তর্জাতিক গোলস্কোরারদের তালিকায় তিন থেকে দুইয়ে উঠে এলেন তিনি। এতদিন তিন নম্বরে ছিলেন ইরানের কিংবদন্তি ফুটবলার আলি দায়ি (Ali Daei), তাঁর ছিল ১০৮ গোল। ১০৯ নম্বর গোল করে তাঁকে টপকে গেলেন আর্জেন্টাইন মহাতারকা।

তালিকার শীর্ষে রয়েছেন মেসির চির-প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ২১২ ম্যাচ খেলে ১৩০ গোল করেছেন তিনি। ম্যাচ প্রতি গোল ০.৬১। মেসি ১০৯তম গোল করলেন ১৮৬ ম্যাচ খেলে, ম্যাচ প্রতি গোল ০.৫৮। আলি দায়ি কিন্তু ১০৮ গোল করেছিলেন মাত্র ১৪৮ ম্যাচ খেলে, তাই তাঁর ম্যাচ প্রতি গোল ০.৭৩।

আরও পড়ুন: লামিনে ইয়ামাল, ভবিষ্যতের সুপারস্টার!

 

তালিকায় চতুর্থ স্থানে আছেন ভারতের গর্ব সুনীল ছেত্রী (Sunil Chhetri)। ১৫১ ম্যাচে ৯৪ গোল করার পর অবসর নিয়েছেন তিনি। তিনি ম্যাচ প্রতি ০.৬২ গোল করেছেন। অর্থাৎ ম্যাচ প্রতি গোলের হিসেবে মেসি-রোনাল্ডোর থেকে এগিয়ে সুনীল। সর্বোচ্চ গোল করিয়েদের তালিকায় পাঁচ নম্বরে আছেন মালয়েশিয়ার মোখতার দাহারি (৮৯)।

ছয়ে দুজন— আরব আমিরশাহির আলি মাবখাউত (৮৫) এবং বেলজিয়ামের রোমেলু লুকাকু (৮৫)। প্রথম দশে নাম রয়েছে ফেরেঙ্ক পুসকাসের মতো কিংবদন্তি, রবার্ট লেওয়ানডস্কি, নেইমার জুনিয়রের মতো আধুনিক যুগের তারকার।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39