পুরুলিয়া: স্কুলে ক্লাস চলাকালীন সিলিং ফ্যান পরে আহত এক স্কুলছাত্রী (School Students injured)। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার (Purulia) বলরামপুর লালিমতি গার্লস হাই স্কুলে (Balarampur Lalimoti Girls Higher Secondary School)। জানা গিয়েছে, বৃহস্পতিবার স্কুল চলাকালীন দশম শ্রেণীর এক ছাত্রী মাথার উপর সিলিং ফ্যান পরে। অন্যান স্কুল ছাত্রীরা জানান, এদিন স্কুল চলাকালীন অস্বাভাবিক বিকট শব্দ হয়। আওয়াজ শুনে অন্যান্যরা ক্লাস থেকে বেরিয়ে যেতে সক্ষম হলেও ইন্দিরা সিং সর্দার নামে ওই ছাত্রী পালতে পারেনি। এর পরেই তাঁর মাথা উপর চলন্ত শিলিং ফ্যান টি পরে। তড়িঘড়ি আহত ওই ছাত্রীকে স্থানীয় বাঁশগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিন প্রাথমিক চিকিৎসার পর ইন্দিরা সুস্থ আছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ঘটনার পর স্কুল ভবনের পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
এ প্রসঙ্গে ওই স্কুলের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট তপন পরামানিক জানান, আগামিদিনে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে তার জন্য ভালোভাবে স্কুলের পাখা লাইট গুলো পর্যবেক্ষণ করা হবে। অন্যদিকে ওই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা শাশ্বতী মাহাতো জানান,, প্রায়দিনই ইলেকট্রিশিয়ান এসে বৈদ্যুতিক সরঞ্জাম পরীক্ষা করলেও, আচমকাই এই দুর্ঘটনা ঘটেছে। যদিও প্রাণে বেঁচে যায় ওই ছাত্রী। হাসপাতালে চিকিৎসা চলাকালীন তার সহপাঠী জানায়, ইন্দিরার বাড়ি বলরামপুরের বেড়শা গ্রামে।
আরও পড়ুন: কুলতলির সাদ্দামের বাড়ি থেকে বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র
প্রসঙ্গত, মঙ্গলবার ক্লাসের মধ্যে স্কুলে টিফিনের সময় চলন্ত ফ্যান ভেঙে পড়ে ছাত্রীদের মাথায়। ঘটনায় গুরুতর আহত হয়েছেন চার পড়ুয়াই। দুপুরে ঘটনাটি ঘটেছে পাণ্ডুয়া রাধারানী গার্লস হাইস্কুলে। প্রাথমিক চিকিৎসার পর তাদের প্রত্যেকেই চুঁচুড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই প্রথম নয় এর আগে স্কুলের মধ্যে ছাতা খুলে ক্লাস করতে দেখা দিয়েছিল পড়ুয়াদের। বারবার পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাবেই স্কুল গুলিতে এই দুর্ঘটনা ঘটছে বলে অনুমান। রাজ্যের স্কুল গুলোর পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
অন্য খবর দেখুন