Thursday, July 3, 2025
HomeScrollচোর সন্দেহে এক যুবককে ইলেকট্রিক শক দেওয়ার অভিযোগ
Kalna

চোর সন্দেহে এক যুবককে ইলেকট্রিক শক দেওয়ার অভিযোগ

কালনা থানার দ্বারস্থ ওই যুবকের পরিবার

Follow Us :

কালনা: চোর সন্দেহে এক যুবককে বেঁধে মারধর করার অভিযোগ। সূত্রের খবর কালনার (Kalna) মহিষমর্দিনী (Mahishamardini Puja) এলাকায় এক যুবককে বেঁধে মারধর করার অভিযোগ উঠল। পরবর্তী সময় তাকে বেঁধে রেখে ইলেকট্রিক শর্ট দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করে তার বাড়ির লোকজনেরা। আহত ওউ যুবকের নাম শ্যামল পাসওয়ান।

জানা গিয়েছে, পুজো উপলক্ষে বেশ কয়েকদন নাগরদোলা নিজে আসেন মহিষমর্দিনী এলাকায়। ওই যুবক শ্যামল পাসওয়ান বাড়িতে মায়ের সঙ্গে অশান্তি করে বৃহস্পতিবার গভীর রাতে বাড়ি থেকে বেরিয়ে কালনার মহিষমর্দিনী তলায় এসেছিলেন। গত দু-তিন দিন আগে নাগরদোলা নিয়ে আসা ব্যক্তিদের কয়েকটি মোবাইল চুরি যায়, এই যুবককে গভীর রাতে ওই এলাকায় দেখতে পেয়ে চোর সন্দেহ করে প্রথমে বেঁধে মারধর করা হয়। পরবর্তী সময় তাকে ইলেকট্রিক শক দেওয়ার অভিযোগ ওঠে বেশ কয়েকজনের বিরুদ্ধে। পুরো বিষয়টি নিয়ে কালনা থানার দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন, নির্যাতিত ওই যুবকের পরিবারের লোকজনেরা।

আরও পড়ুন: পেট্রাপোলে চালু ২ দেশের মধ্যে আমদানি-রফতানি

বৃহস্পতিবার ওই যুবককে উদ্ধার করতে গেলে তার মাকেও মারধোরের অভিযোগ ওঠে। যদিও এ প্রসঙ্গে অভিযুক্তদের দাবি, মোবাইল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে ওই যুবক, তাকে বেঁধে রাখা হয়েছিল। পরে তার পরিবার এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। যদিও ইলেকট্রিক শক দেওয়ার বিষয়টি তারা অস্বীকার করেছে।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39