কলকাতা: প্রবল সমালোচনার মুখে ডাক্তারদের (Doctors) বদলির সিদ্ধান্ত স্থগিত করল রাজ্য সরকার। স্বাস্থ্য দফতর ৪৩ জন ডাক্তারকে বদলির সিদ্ধান্ত নিয়েছিল। শনিবার এ নিয়ে নির্দেশিকাও দেয়। তাতেই প্রশ্ন ওঠে আরজি কর (RG Kar Hospital) কাণ্ডে মুখ খোলাতেই কি সেই সব ডাক্তারদের বদলি করা হল। যা নিয়ে তীব্র অসন্তোষ তৈরি হয় ডাক্তারদের মধ্যে। এদিন রাতেই জানা যায় বদলির সেই সিদ্ধান্ত স্থগিত করে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে না জানিয়ে এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তিনি জানতে পারার পর এই বদলি স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই বিষয়ে সরকারি ভাবে কোনও বক্তব্য জানা যায়নি এদিন রাত পর্যন্ত।
আরজি কর আন্দোলনের মাঝেই ৪৩ জন চিকিৎসককে বদলির নির্দেশ জারি রাজ্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সরকারি বিধি মেনে এই বিজ্ঞপ্তিতে রাজ্যপালের ইচ্ছায় দায়িত্ব দেওয়ার বার্তা রয়েছে। এই নির্দেশকে বিরোধিতা করে বিজেপি। তাদের অভিযোগ, ওই চিকিৎসকেরা আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে সরব হয়েছিলেন। সে কারণেই রাজ্য সরকারের এই পদক্ষেপ। অন্য দিকে, রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য শনিবার বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। তাই আমার কিছুই বলার নেই।
আরও পড়ুন: কলকাতা পুলিশের ফোর্থ ব্যাটালিয়ন ব্যারাকেও সিবিআই
আরও খবর দেখুন