Thursday, July 3, 2025
Homeদেশউত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট বিজেপিতে! লখনউয়ে জল্পনা

উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট বিজেপিতে! লখনউয়ে জল্পনা

Follow Us :

লখনউ: আর কয়েক সপ্তাহ পরই বিজেপিতে যোগ দিতে পারেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিসার রাজেশ্বর সিং৷ এমনই জল্পনা ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলে৷ ইউপিএ আমলের একাধিক হাই প্রোফাইল কেলেঙ্কারি মামলার অন্যতম তদন্তকারী অফিসারকে দলে নিতে আগ্রহী বিজেপি৷ শোনা যাচ্ছে, রাজেশ্বর সিংয়ের সঙ্গে কথা বলেছেন বিজেপির শীর্ষ নেতারা৷ ইডি অফিসার নিজেও বিজেপিতে যোগ দিতে ইচ্ছুক বলে সূত্রের দাবি৷

২০০৯ সালে ইডি-তে যোগ দেওয়ার আগে তিনি উত্তরপ্রদেশ পুলিশ বাহিনীতে ছিলেন৷ পুলিশে থাকার সময় একাধিক দুষ্কৃতীকে এনকাউন্টারে খতম করেন৷ সেই থেকে বাহিনীতে তাঁর পরিচয় হয়ে যায় এনকাউন্টার স্পেশালিস্ট৷

ডেপুটেশনে ইডি-তে যোগ দেওয়ার পর বহু হাই প্রোফাইল দুর্নীতি মামলার তদন্তের সঙ্গে যুক্ত থাকেন তিনি৷ তার মধ্যে রয়েছে কয়লা কেলেঙ্কারি, টুজি কেলেঙ্কারি, অগস্টা হেলিকপ্টার ডিল নিয়ে দুর্নীতির তদন্ত৷

আরও পড়ুন: ঘোড়ার গায়ে পদ্ম, বিজেপির বিরুদ্ধে পশু নির্যাতনের অভিযোগ দায়ের মানেকার

খুব তাড়াতাড়ি স্বেচ্ছায় অবসর নিতে চলেছেন রাজেশ্বর সিং৷ টুইটে একথা জানান তাঁর আইনজীবী বোন আভা সিং৷ আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা ভোট৷ সেই ভোটেই প্রার্থী হতেই কি বিজেপিতে যোগদান? উত্তর এখনও স্পষ্ট নয়৷

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39