Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাEXCLUSIVE: যারা নেই তাদেরকেও ডাকুন, বিজেপি বিরোধিতায় কংগ্রেসকে বার্তা মমতার

EXCLUSIVE: যারা নেই তাদেরকেও ডাকুন, বিজেপি বিরোধিতায় কংগ্রেসকে বার্তা মমতার

Follow Us :

কলকাতা, নয়াদিল্লি: লক্ষ্য ২০২৪৷ কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে সরাতে, বিজেপি বিরোধিতায় সমস্ত বিরোধী রাজনৈতিক দলকে ফের একবার একজোট হওয়ার কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কোর গ্রুপ তৈরি করে এই মুহূর্ত থেকেই কাজ শুরু করার কথা বলেছেন তিনি৷ সোনিয়া গান্ধীর সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘নেতৃত্বে কে থাকবেন বা নেতা কে হবেন সেটা ভুলে যান৷ ব্যক্তিগত স্বার্থকে সরিয়ে রাখুন৷ সাধারণ মানুষ আমাদের নেতৃত্ব দেবেন৷’ তৃণমূল কংগ্রেস ছাড়াও ডিএমকে, এনসিপি, শিবসেনা, সিপিআই, সিপিএম, আরজেডি-সহ ১৯টি দলের প্রতিনিধিরা এই ভার্চুয়াল বৈঠকে যোগ দেয়৷

ভার্চুয়াল বৈঠকে দেখা যায়নি সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টির কোনও প্রতিনিধিকে৷ বিজেপি বিরোধিতায় এককাট্টা না হতে পারলে যে লড়াই শক্তিশালী হবে না তা বরাবরই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবারের বৈঠকেও তাঁর বক্তব্য, ‘সমস্ত বিরোধী দলকে এক করতে হবে৷ বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে এক জায়গায় নিয়ে আসতে হবে৷ এমনকী মিটিংয়ে যারা নেই বা যেসব দলকে ডাকা হয়নি, কংগ্রেসের উচিত তাদেরকেও ডাকা৷’ যেমন আম আদমি পার্টিকে এদিনের বৈঠকে ডাকা হয়নি৷ দিল্লির রাজনীতিকে ঘিরে আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যে টানাপড়েন নতুন কিছু নয়৷ কিন্তু বিরোধী জোটকে শক্তিশালী করতে গেলে এই সমস্ত ফাঁকফোকর, বাধ্যবাধকতা সরিয়ে রাখার কথা বলছেন তৃণমূল নেত্রী৷ মমতার কথায়, ‘সাধারণ মানুষই হচ্ছেন নেতা৷ আসুন আমরা সবাই মিলে কোর গ্রুপ তৈরি করি এবং একসাথে কাজ করি৷’

আরও পড়ুন: বাধ্যবাধকতা ভুলে ২০২৪ -এর লক্ষ্যে লড়াইয়ের ডাক সোনিয়ার

বিরোধীদের কন্ঠরোধে সিবিআই, ইডি, আয়কর দফতরের মত কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করছে মোদি সরকার৷ তাদের পিছনে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে লেলিয়ে দেওয়া হচ্ছে৷ এমন অভিযোগ বহুবার শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে৷ এদিনের বৈঠকে তিনি সেকথা উল্লেখ করেন৷ বলেন, বিভিন্ন সরকারি সংস্থা এবং সরকারি এজেন্সিগুলোর অপব্যবহার করা হচ্ছে৷ ইলেকশনের সময় বাংলাকে টার্গেট করার জন্য জাতীয় নির্বাচন কমিশনকে ব্যবহার করা হয়েছে৷’ কেন্দ্রের রাষ্ট্রয়ত্ত সংস্থাগুলি বেচে দেওয়ার বিরোধিতা করেন তৃণমূল সুপ্রিমো৷

বেশ কয়েকটি ইস্যুকে সামনে রেখে বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদার করার কথা বলেন মমতা৷ তিনি জানান, সবার জন্য ভ্যাকসিন, কৃষি আইন বাতিল, পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রত্যাহার করা, মাসিক আয় সাড়ে সাত হাজার এমন ব্যক্তিদের আয়কর সীমার বাইরে রাখা, পেগাসাস কাণ্ডে বিচারবিভাগীয় তদন্ত এবং রাষ্ট্রয়ত্ত সংস্থার বেসরকারিকরণ বন্ধ করা উচিত৷

RELATED ARTICLES

Most Popular