skip to content
Thursday, July 4, 2024

skip to content
Homeজেলার খবরঝাড়গ্রাম পুরসভায় তৃতীয়বার প্রশাসক বদল

ঝাড়গ্রাম পুরসভায় তৃতীয়বার প্রশাসক বদল

Follow Us :

ঝাড়গ্রামঃ ২০১৮ সালে ঝাড়গ্রাম পুরসভার মেয়াদ শেষ  হয়, আর তারপর দীর্ঘ তিন বছর ধরে এই নিয়ে তিনবার ঝাড়গ্রাম পুরসভার পুর প্রশাসনিক বোর্ড গঠন করল রাজ্য সরকার।

ঝাড়গ্রাম পুরসভার পুর প্রশাসনিক বোর্ডের নব নির্বাচিত চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত হয়েছেন  ঝাড়গ্রাম পুরসভার প্রাক্তন কাউন্সিলর কবিতা ঘোষ,  তাঁর সঙ্গে ভাইস চেয়ার পার্সন হিসেবে নির্বাচিত করা হয়েছে ঝাড়গ্রাম পুরসভার আরও এক কো-অর্ডিনেটর কল্লোল তপাদারকে। এছাড়াও আরও দুজন প্রাক্তন কাউন্সিলরকে কমিটি মেম্বার  করা হয়েছে।

আরও পড়ুন দেউচা পাচামি, তুর্গা প্রকল্পে জোর করে জমি অধিগ্রহণ নয়, নির্দেশ মমতার

ঝাড়গ্রাম পুরসভার  পুর প্রশাসক হিসেবে প্রশান্ত রায় এতদিন দায়িত্বভার সামলাতেন, তার জায়গায়  কবিতা ঘোষকে দায়িত্বভার দিয়েছে রাজ্য সরকার। তাঁর হাতেই  দায়িত্বভার তুলে দেন পুরসভার প্রাক্তন পুর প্রশাসক প্রশান্ত রায়। এদিন দায়িত্বভার গ্রহণ করার পরেই ঝাড়গ্রামবাসীকে সহযোগিতা করার আহ্বান জানান নতুন চেয়ারপার্সন।

আরও পড়ুন ‘বাংলার সংস্কৃতি জানে না তাই বাংলা ভাগের চক্রান্ত করছে বিজেপি’: ব্রাত্য

দ্রুত ঝাড়গ্রাম শহরে ওভারব্রিজের পাশের রাস্তা নির্মান করবেন বলেও আশ্বাস দেন স্থানীয় বাসিন্দাদের। আর একাজে তাঁকে যাতে সকলে সহযোগিতা করেন তাঁর জন্য সকলের কাছে অনুরোধ রাখেন কবিতা ঘোষ।

RELATED ARTICLES

Most Popular