Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsWorld Cup2022: রবিবার আবার মেসি-নেমারের আর্জেন্টিনা-ব্রাজিল মহারণ

World Cup2022: রবিবার আবার মেসি-নেমারের আর্জেন্টিনা-ব্রাজিল মহারণ

Follow Us :

বিশ্বকাপ যোগ্যতা নির্ণায়ক পর্বে গত শুক্রবার মাঠে নামে ব্রাজিল এবং আর্জেন্টিনা। ব্রাজিল খেলতে নামে চিলির বিপক্ষে। আর অন্য এক ম্যাচে আর্জেন্টিনা খেলতে নামে ভেনেজুয়েলার বিপক্ষে। আর আগামী ৫ সেপ্টেম্বর রবিবার একে-অপরের বিপক্ষে নামতে চলেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। ভারতীয় সময় রাত সাড়ে বারোটায় মাঠে নামবে দুদল। কোপা আমেরিকার পর আরেকটি লাতিন আমেরিকা মহারণে মুখোমুখি তারা।

মহারণে নামার আগে নিজেদের শক্তি যাচাই করে নিয়েছে আর্জেন্টিনা। তারা ভেনেজুয়েলার বিপক্ষে পেয়েছে ৩-১ গোলে সহজ জয় পেয়েছে। অন্যদিকে চিলির বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নিয়েছে ব্রাজিল। ম্যাচটি সহজ ছিল না। যদিও এই জয় গ্রুপে টানা সাত ম্যাচের সবগুলোতে পুরো পয়েন্ট দিয়ে ব্রাজিলকে শীর্ষ স্থানে রেখেছে।

আরও পড়ুন: অপরাজিত ব্রাজিল, এভার্টনের গোলে শীর্ষেই সেলেকাওরা

২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পাওয়া তিতের শিষ্যদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। তবে দলের বেশ কয়েকজন সেরা ফুটবলারকে না পাওয়ায় ব্রাজিলকে সেরা ছন্দে খেলতে দেখা যায়নি। বল দখল রাখার দৌড়ে পিছিয়ে থাকছে দল। তবুও এইসব ম্যাচে ব্রাজিলই শেষ হাসিটা হেসেছে। শেষ ম্যাচটির ৬১% সময় বল নিজেদের দখলে রাখে চিলি। ব্রাজিল রাখে ৩৯ ভাগ।

অন্যদিকে ভেনেজুয়েলার বিপক্ষে দুর্দান্ত খেলেছে আর্জেন্টিনা। ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনা তাদের শক্তির জানান দিয়ে রাখলো । তারা ভেনেজুয়েলার বিপক্ষে ৭৩ ভাগ বল নিজেদের দখলে রেখে খেলে গেছে। অন্যদিকে ভেনেজুয়েলার দখলে বল ছিল মাত্র ২৭ ভাগ সময়।

কোপার চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে তাই ব্রাজিলকে তাই ভালোরকম প্রস্তুতি নিয়েই মাঠে নামতে হবে। কোপা ফাইনালে হারের বদলা নেওয়ার ম্যাচ এটি। আবার সেই নেমার – মেসি ডুয়েল। ইপি এলে খেলা বিভিন্ন ক্লাবের করোনা নিয়মের যাঁতাকলে পড়ে নিজেদের বেশ কয়েকজন সেরা ফুটবলারকে পায়নি ব্রাজিল। তাঁদের ছাড়াই কোপার চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে তাঁরা জয় তুলে আনতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।

এই ব্রাজিলের বিপক্ষে গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে খেলেছিল আর্জেন্টিনা। ডি মারিয়ার একমাত্র গোলে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতেছিল মেসিরা। এই খেতাব জয়ে নিজের দেশের হয়ে প্রথম কোনও শিরোপা জয়ের স্বাদ পান সুপারস্টার লিওনেল মেসি।

আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে কিন্তু ব্রাজিলই। তারা আর্জেন্টিনার বিপক্ষে জয় পেয়েছে ৪৫টি ম্যাচে। ড্র করেছে ২৫টি ম্যাচে। আর আর্জেন্টিনা জয় পেয়েছে ৪১টি ম্যাচে। দুই দলের লড়াইয়ে শেষ দুটি ম্যাচে হেরেছে ব্রাজিল। ফলে মানসিকভাবে চাঙ্গা মেসিরা।

আরও পড়ুন: দুরন্ত ছন্দে আর্জেন্তিনা, ভেনেজুয়েলাকে ৩-১ গোলে হারাল

এই ম্যাচ আবার ব্রাজিলকে বদলা নেওয়ার সুযোগ করে দিয়েছে । ২০১৯ সালে তারা কোপা আমেরিকার জিতে ছিল। এ বছরও ব্রাজিল কাপ জয়ের দৌড়ে শুরু থেকে এগিয়ে ছিল।

কিন্তু শেষ বাজি যেতে আর্জেন্টিনা। মেসির দলের বিপক্ষে ফাইনালে একটি মাত্র গোলেই খেতাব হাতছাড়া হয়ে যায়। ফলে এখন আর্জেন্টিনাকে দুই মাসের ব্যবধানে এবার পেয়ে গেছে ব্রাজিল। নিশ্চিতভাবে বলা যায়, প্রতিশোধ নেয়ার সব চেষ্টাই চালাবে সেলেসাওরা। তবে যেহেতু বাছাইপর্বের এই ম্যাচে হলুদ – সবুজ বাহিনী শক্তিশালী দলটি পাচ্ছে না, তাই প্রতিশোধ নেওয়ার বিষয়টি সত্যিই – সত্যিই কঠিন হয়ে যাবে বলে অভিজ্ঞ মহলের ধারণা।

বিশ্বকাপের যোগ্যতা পর্বের তিনটি ম্যাচের জন্য প্রথমে পূর্ণ শক্তির দল ঘোষণা করেছিল ব্রাজিল। কিন্তু কড়া করোনা বিধিনিষেধের কারণে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা তারকাদের ছাড়েনি ক্লাবগুলো। ফলে তাঁদের ছাড়াই খেলতে হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

করোনায় এখন নানান দেশের নানা নিয়ম। বিশ্বে এখনও ‘লাল তালিকাভুক্ত’ (ডেঞ্জার জোন) দেশে জাতীয় দলের ম্যাচে খেলোয়াড় ছাড়বে না বলে জানিয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। ফলে আগে দল বাছাই করে রাখলেও নিয়মিত দলের ৯ তারকাকে ছাড়াই খেলার সিদ্ধান্ত নিতে হয়েছে তিতেকে।

এবার ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে খেলছেন গোলকিপার অ্যালিসন, মিডফিল্ডার ফাবিনিও ও ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো, ম্যানচেস্টার সিটিতে গোলকিপার এডেরসন ও ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জিসুস, ম্যানচেস্টার ইউনাইটেডে ফ্রেড এবং চেলসিতে ডিফেন্ডার থিয়াগো সিলভা ও এভারটনে ফরোয়ার্ড রিচার্লিসন।

এঁরা কেউই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোতে খেলতে পারছেন না। এই কারণে ব্রাজিল কিছুটা দুর্বল হয়েছে। পেরুর বিপক্ষে ম্যাচটিতে সেটা ধরাও পড়ে। পেরুর বিপক্ষে ম্যাচটি জিতলেও , মোটেই ম্যাচে দাপট ছিল না ব্রাজিলের।

অন্যদিকে আর্জেন্টিনা যাদের নিয়ে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছিল তাদের নিয়েই বিশ্বকাপের বাছাইপর্বেও খেলছে। আর্জেন্টিনার কয়েকজন ফুটবলারকেও তাদের ক্লাব করোনা কারণে আটকাতে চেয়েছিল। তবে ক্লাবের পরোয়া না করে দেশের হয়ে খেলতে চলে আসেন সেইসব ফুটবলাররা। তাই আর্জেন্টিনা শিবির এখন পূর্ণ শক্তির দল। ব্রাজিলের বিপক্ষে তাই আর্জেন্টিনাই কাগজে কলমে এই ম্যাচের আগে কিছুটা হলেও এগিয়ে রয়েছে।

ব্রাজিল যেহেতু বাছাইপর্বে সাতটি ম্যাচের সবগুলোতে জয় তুলে নিয়েছে, তারা যদি এখন আর্জেন্টিনার বিপক্ষে হারে বা ড্র করে তাহলে বাছাই পড়বে তাদের জয়ের ধরা থমকে যাবে। আর এটা হলে আর্জেন্টিনা লাভ বেশিই । কারণ তখন ব্রাজিলের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমে আসবে। আর আর্জেন্টিনা এটাই চাইবে।

সব কিছু মিলিয়ে কোপা আমেরিকার পর এই কম সময়ে ব্রাজিলকে হারানোর সবচেয়ে বড় সুযোগ পেয়েছে আর্জেন্টিনা।

ছবি: সৌ-টুইটার

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
আমার শহর (Amar Sahar) | 'কেটে গেছে মাসের পর মাস', বিকল স্বাস্থ্য কেন্দ্রের জলের প্ল্যান্ট
02:14
Video thumbnail
Baguiati Chaos | নর্দমায় ঢুকিয়ে তৃণমূল কর্মীকে পিটিয়ে মারল দলের কর্মীরাই
06:01
Video thumbnail
Weather News | নতুন রেকর্ডের পথে তীব্র তাপপ্রবাহ-হাসফাঁসানি গরম, সাত জেলায় আজ সতর্কবার্তা
01:18
Video thumbnail
BJP | কসবায় আক্রান্ত বিজেপির মহিলা মণ্ডল সভাপতি, অভিযোগের তির তৃণমূলের দিকে
02:44
Video thumbnail
Top News | আজ বঙ্গে নাড্ডার বক্তব্যের ঝাঁঝ কতটা তীব্র হবে?
38:07
Video thumbnail
পায়ে পায়ে ধর্মযুদ্ধে | মারের পালটা মার! TMCকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের
03:40
Video thumbnail
Lok Sabha Election 2024 | কসবায় মার খেয়ে রক্তাক্ত বিজেপি-র মহিলা নেত্রী
09:43
Video thumbnail
BJP | কসবায় বিজেপির মহিলা মণ্ডল সভাপতি রক্তাক্ত! অভিযুক্ত তৃণমূল
01:23
Video thumbnail
TMC | নির্বাচনের মাঝেই তৃণমূল কর্মীকে পিটিয়ে খু*ন
03:56
Video thumbnail
BJP | ভোটের আগে উত্তপ্ত কেতুগ্রাম, BJP মণ্ডল সভাপতির বাড়ি ভাঙচুর, হুমকি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
04:42