Saturday, June 28, 2025
HomeকলকাতাCalcutta High Court: নিরাপত্তা চেয়ে নিগৃহীত কংগ্রেস প্রার্থী আদালতে, শুনানি বৃহস্পতিবার

Calcutta High Court: নিরাপত্তা চেয়ে নিগৃহীত কংগ্রেস প্রার্থী আদালতে, শুনানি বৃহস্পতিবার

Follow Us :

কলকাতা: নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কলকাতা পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী রবি সাহা। আদালত মামলা গ্রহণ করেছে। আগামীকাল বৃহস্পতিবার বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে মামলার শুনানি হতে পারে। রবিবার ভোটের দিন রাতে কংগ্রেস প্রার্থী রবির উপর হামলা হয়। তাঁকে বিবস্ত্র করে রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। হাসপাতালে তাঁর চিকিৎসা হয়। অভিযোগের তির তৃণমূলের দিকে।

তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূলের পাল্টা দাবি, কংগ্রেসের ওই প্রার্থী রাতে মদ্যপ অবস্থায় মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করছিলেন। মহিলারাই তার প্রতিবাদ করে। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। বৃহস্পতিবার রবি সাহাকে দেখতে তাঁর বাড়ি যাবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি।

কংগ্রেস প্রার্থীর নিগ্রহের তীব্র সমালোচনা করেছে এআইসিসি-ও। এআইসিসি-র সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেনুগোপাল লিখিত বিবৃতিতে ওই ঘটনার নিন্দা করে বলেন, ‘তৃণমূল আর বিজেপি একই মুদ্রার এপিঠ ওপিঠ। এই ঘটনার নিন্দার ভাষা নেই।’

আরও পড়ুন:Kolkata Police Commissioner: ছুটিতে সৌমেন মিত্র, পুলিশ কমিশনারের দায়িত্বে দময়ন্তী সেন

বৃহস্পতিবার পূর্ব নির্ধারিত ঘোষণামতো ভোট-মামলার শুনানি রয়েছে। আগামিকাল ভোটের দিনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিস কমিশনারের আদালতে রিপোর্ট পেশ করার কথা। ইতিমধ্যে ভোটে কারচুপি ও সন্ত্রাসের অভিযোগ এনে সিপিএম এবং কংগ্রেসের দুই প্রার্থী আদালতে মামলা করেছেন। তাঁদের সমস্ত নথি আদালতে জমা দিতে বলা হয়েছে। তারও শুনানি হবে বৃহস্পতিবার। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভোটের দিনই জানান, ভোটে কারচুপি ও সন্ত্রাসের ভুরিভুরি প্রমাণ তাদের কাছে আছে। বৃহস্পতিবার মামলার শুনানিতে সেই সমস্ত প্রমাণ পেশ করা হবে হাইকোর্টে।

আরও পড়ুন: লাগাতার ইভিএম বোতামে চাপ, ভাইরাল ভিডিয়োর অভিযুক্তকে গ্রেফতার

কলকাতার ভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে কলকাতা হাইকোর্টে আগেই মামলা করেছিল বিজেপি। ভোটের দুদিন আগে একই দাবিতে তারা সুপ্রিম কোর্টেও দরবার করে দ্রুত শুনানির জন্য আবেদন জানায়। সুপ্রিম কোর্ট মামলা গ্রহণ করলেও শনিবার তা শোনেনি। ফেরত পাঠিয়ে দেওয়া হয় হাইকোর্টে। তারই শুনানি বৃহস্পতিবার। কলকাতার ভোট মিটে গেলেও আগামী কয়েকমাসের মধ্যে বাকি প্রায় ১১১টি পুরসভার ভোট হওয়ার কথা। সেই ভোটেও বিজেপি কেন্দ্রীয় বাহিনী চায়।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Weather Update | তোলপাড় হবে দক্ষিণবঙ্গ, ভাসবে কোন কোন জেলা? দেখুন বড় আপডেট
00:00
Video thumbnail
Antonio Guterres | Israel | গুতেরেসকে কড়া জবাব ইজরায়েলের
00:17
Video thumbnail
Shefali Jariwala | প্রয়াত অভিনেত্রী শেফালী জারিওয়ালা
00:14
Video thumbnail
Weather Update | বৃষ্টির জেরে উত্তাল নদী, সমুদ্র, দেখুন কী অবস্থা
00:54
Video thumbnail
Kasba Incident | তদন্তের দাবিতে কসবা কলেজের সামনে বি/ক্ষো/ভ ছাত্র পরিষদের
00:25
Video thumbnail
Kasba Incident | বি/ক্ষো/ভের আশঙ্কায় ব্যারিকেডে ঘিরে দেওয়া হল কসবা থানা চত্বর
01:26
Video thumbnail
Iran-Israel | খামেনিকে নিয়ে বিরাট দাবি ইজরায়েলের, নেতানিয়াহুকে পাল্টা দেবে ইরান?
05:17:20
Video thumbnail
Nigerian Artist | উল্টো করে ছবি এঁকে তাক লাগালেন নাইজেরিয়ান শিল্পী
00:42
Video thumbnail
Iran-Israel | সংঘ/র্ষ বিরতির পর ইরানের অবস্থা দেখুন এই ভিডিওতে
01:43:48
Video thumbnail
Weather Update | ঘূর্ণাবর্তের তাণ্ডব, রবি থেকে প্রবল বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?
03:41:16

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39