Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকLloyd Austin Covid: বুস্টার ডোজ নিয়েও করোনায় আক্রান্ত মার্কিন প্রতিরক্ষা সচিব

Lloyd Austin Covid: বুস্টার ডোজ নিয়েও করোনায় আক্রান্ত মার্কিন প্রতিরক্ষা সচিব

Follow Us :

ওয়াশিংটন: বুস্টার ডোজ নিয়েও মার্কিন প্রতিরক্ষা সচিব (Lloyd Austin Covid) লয়েড অস্টিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের সদর দফতর পেন্টাগন থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, করোনায় আক্রান্ত লয়েড অস্টিন কোয়ারান্টিনে আছেন। তাঁর মৃদু উপসর্গ রয়েছে। পাঁচ দিন কোয়ারান্টিনে থাকবেন লয়েড। মার্কিন প্রতিরক্ষা সচিব (Lloyd Austin Covid) করোনার ভ্যাকসিনের দুটি ডোজ ছাড়াও বুস্টার ডোজও নিয়েছেন।

মার্কিন প্রতিরক্ষা সচিব জানিয়েছেন, যারা বুস্টার ডোজের পাওয়ার যোগ্য, তাঁদের সেটি নেওয়া উচিত। যোগ্যদের প্রত্যেককে বুস্টার ডোজ নেওয়ার জন্য উৎসাহিত করে যাবেন। পেন্টাগন প্রধান জানান, করোনায় সংক্রমিত হয়ে কোয়ারান্টিনে থাকলেও তিনি তাঁর যাবতীয় দায়িত্ব পালন করে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রে কয়েক মাস ধরে হু হু করে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সম্প্রতি মার্কিন কংগ্রেসের বেশ কয়েকজন সদস্যও করোনায় আক্রান্ত হয়েছেন।

সোমবার টুইট করে কোভিড পজিটিভ হওয়ার কথা জানিয়েছেন লয়েড অস্টিন। তিনি লেখেন, ‘বাড়িতে ছুটি কাটানোর সময় আমার শরীরে কিছু উপসর্গ দেখা দেয়। সে কারণেই করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিই। আজ সকালে আমার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ মেনে ওষুধ খাচ্ছি। আপাতত সমস্ত কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দেব। চিকিৎসক জানিয়েছেন, ভ্যাকসিনের দু’টি ডোজ এবং বুস্টার ডোজ নেওয়ায় সংক্রমন মারাত্মক হয়নি।

আরও পড়ুন: Kim Jong Un : দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে হবে, ব্যতিক্রমী সুর উত্তর কোরিয়ার কিমের গলায়

RELATED ARTICLES

Most Popular