Placeholder canvas

Placeholder canvas
HomeদেশLakhimpur Kheri: লখিমপুর খেরিতে বিজেপি কর্মীকে পিটিয়ে মারার ঘটনায় গ্রেফতার কৃষক

Lakhimpur Kheri: লখিমপুর খেরিতে বিজেপি কর্মীকে পিটিয়ে মারার ঘটনায় গ্রেফতার কৃষক

Follow Us :

লখনউ: উত্তরপ্রদেশের লখিমপুর খেরির হিংসার (Lakhimpur Kheri violence) ঘটনায় আরও এক কৃষককে গ্রেফতার করল সুপ্রিম কোর্ট নিযুক্ত স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT)। সিট-এর দাবি, ধৃত গুরপ্রীত সিং দুই বিজেপি কর্মী ও তাঁদের গাড়ির চালককে পিটিয়ে মারার (lynching BJP workers)ঘটনায় জড়িত ছিলেন। ২০২১-এর ৩ অক্টোবর বিক্ষোভরত কৃষকদের গাড়িচাপা দিয়ে মারার ঘটনাকে কেন্দ্র করে, পালটা গণরোষে গাড়ির চালক-সহ তিন জনকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে।

সিনিয়র প্রসিকিউশন অফিসার (এসপিও) এসপি যাদব সোমবার জানান, গুরপ্রীত সিং লখিমপুরের ঘটনার পর থেকেই ফেরার ছিলেন। লখিমপুর হিংসার পর ভাইরাল ভিডিয়োর সূত্র ধরে, মাস দুই আগে বিজেপি কর্মীদের পিটিয়ে মারার ঘটনায় সন্দেহভাজন কয়েক জনের ছবি প্রকাশ করেছিল সিট। তার পরই ধরা পড়ার আশঙ্কা থেকে আত্মগোপন করেছিলেন গুরপ্রীত সিং। সিট-এর দাবি, এ পর্যন্ত পিটিয়ে মারার ঘটনায় তারা সাত সন্দেহভাজন কৃষককে গ্রেফতার করেছে।                                               

সিট এর আগে গ্রেফতার করে বিচিত্র সিং, গুরবিন্দর সিং, অবতার সিং, রঞ্জিত সিং, কমলজিত্ সিং ও কাওলজিত্ সিং নামে ছয় কৃষককে। এফআইআরে এই সাত কৃষকের বিরুদ্ধে খুন ছাড়াও দাঙ্গা বাধানোর অভিযোগ আনা হয়েছে। বিজেপি কর্মী সুমিত জয়সওয়ালের অভিযোগের ভিত্তিতেই ধৃত কৃষকদের বিরুদ্ধে আইপিসি-র সংশ্লিষ্ট দু’টি ধারা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিধিনিষেধের প্রথমদিনেই ট্রেনে উপচে পড়া ভিড়, ফেরা নিয়ে আতঙ্ক

লখিমপুর খেরিতে চার কৃষক ও এক সাংবাদিককে গাড়ি চাপা দিয়ে মারার ঘটনায় সুমিত জয়সওয়াল অন্যতম অভিযুক্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্রের (Ashish Mishra)সঙ্গেই সহ-অভিযুক্ত হিসেবে এফআইআরে নাম রয়েছে সুমিত জয়সওয়ালের। কৃষকদের অভিযোগের ভিত্তিতে আশিস মিশ্র ও তার সঙ্গীদের বিরুদ্ধে লখিমপুর খেরির প্রথম এফআইআরটি দায়ের করেছিল পুলিস।   

লখিমপুরের হিংসার তদন্তে ২০২১ সালের নভেম্বরে ‘সিট’ গঠন করে সুপ্রিম কোর্ট। তিন আইপিএস অফিসার এসবি শিরাদকর, প্রীতিন্দর সিং ও  পদ্মজা চৌহান ছাড়াও সিট-এর অন্তর্ভুক্ত করা হয় পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রাকেশকুমার জৈনকে। সুপ্রিম কোর্ট ৯০ দিনের মধ্যে সিট-কে চার্জশিট পেশ করার নির্দেশ দিয়েছিল। 

তদন্ত শুরু করার পর থেকে সিট-এর হাতে এ পর্যন্ত মোট ১৩ জন গ্রেফতার হয়েছে। সিট-এর তদন্ত রিপোর্টে ইতিমধ্যে দাবি করা হয়, লখিমপুর খেরির ঘটনা নিছক দুর্ঘটনা ছিল না। পরিকল্পিত ভাবেই এই ঘটনা ঘটানো হয়েছিল। বিশেষ তদন্তকারী দলের এই রিপোর্ট সামনে আসার পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির ইস্তফার দাবিতে সরব হয় বিরোধীরা।

RELATED ARTICLES

Most Popular