নয়াদিল্লি: আগামী ২৩ জুলাই পূর্ণাঙ্গ বাজেট (Budget 2024) পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Finance Minister Nirmala Sitharaman)। ২২ জুলাই শুরু হচ্ছে বাজেট অধিবেশন। ২৩ জুলাই সংসদে পেশ করা হবে বাজেট। ১১ অগাস্ট পর্যন্ত চলবে বাজেট অধিবেশন। বাজেট অধিবেশনের সুপারিশে ছাড়পত্র দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu)। শনিবার বাজেটের কথা জানান সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু (Kiren Rijiju)।
১ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছিলেন সীতারমন। নয়া সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত কাজ চালানোর জন্য সেই বাজেট পেশ করা হয়েছিল। শনিবার কেন্দ্রীয় মন্ত্রী ঘোষণা করলেন, ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট ২৩ জুলাই পেশ করা হবে সংসদে। লোকসভা ভোটে জিতে তৃতীয় বার ক্ষমতায় এসেছে মোদি সরকার। এই নিয়ে টানা সাতবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসাবে নির্মলা বাজেট পেশ করতে চলেছেন।
আরও পড়ুন: ফুঁসছে ব্রহ্মপুত্র, অসমের ৩০ জেলায় বন্যা পরিস্থিতি
এবারের বাজেটে আমজনতার কোনও রিলিফ থাকে কি না, তা উপর নজর রয়েছে সকলের। দেশে কর্মসংস্থানের হাল খুব খারাপ, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। সাধারণ মানুষের দিন গুজরান করতে ঘাম ছুটে যাচ্ছে। অতীতে মোদি সরকার অনেক গালভরা প্রতিশ্রুতি দিয়েছেল। বছরে দুকোটি কর্মসংস্থানের কথা বলা হয়েছিল। কিন্তু সেসব প্রতিশ্রুতি শুধু কাগজে কলমেই থেকে গিয়েছে। দেশে একের পর এক রেল দুর্ঘটনা ঘটছে। ভেঙে পড়ছে সেতু। বিশেষজ্ঞরা মনে করছেন, পরিকাঠামো খাতে বরাদ্দ টাকা ঠিকমতো খরচ হচ্ছে না, মেরমতি ও সংস্কারের কাজ থমকে রয়েছে। বাজেটে সেবরে দিকে কতটা নজর দেবে কেন্দ্রীয় সরকার, কৌতূহল থাকছে তা নিয়েও।
Hon’ble President of India, on the recommendation of Government of India, has approved the proposal for summoning of both the Houses of Parliament for the Budget Session, 2024 from 22nd July, 2024 to 12 August, 2024 (Subject to exigencies of Parliamentary Business). Union Budget,…
— Kiren Rijiju (@KirenRijiju) July 6, 2024
দেখুন ভিডিও