কলকাতা: বিনীত গোয়েল আমাকে ফাঁসিয়েছে। ফের বিস্ফোরক আরজি কর কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রায়। সোমবার শিয়ালদহ আদালতে (Sealdah Court) আরজি কর মামলার (RG Kar Case) রুদ্ধদ্বার বিচার প্রক্রিয়ায় শুরু হয়েছে। এদিন আদালতে স্বশরীরে হাজির করা হয়েছিল অভিযুক্ত সঞ্জয় রায়কে। আদালত থেকে বেরিয়ে প্রিজন ভ্যানে ওঠার সময় তৎকালীন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন সঞ্জয়। বলেন, বিনীত গোয়েল আমাকে ফাঁসিয়েছে। ওরা ষড়ষন্ত্র করে আমাকে ফাঁসিয়েছে। আমাকে হুমকি দিয়েছে।
তবে এই প্রথম নয় এর আগেও সঞ্জয়কে বিস্ফোরক মন্তব্য করতে শোনা গিয়েছিল। গত সপ্তাহে আরজি কর মামলায় চার্জ গঠনের পর শিয়ালদহ আদালত থেকে প্রিজন ভ্যানে ওঠার সময় চিৎকার করতে দেখা গিয়েছিল তাঁকে, সোমবারও ঠিক একই রকম ভাবে চিৎকারে ষড়যন্ত্রের অভিযোগ তুললেন ধৃত।
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)