কলকাতা: আরজি কর কাণ্ডে (RG Kar Incident) ধনঞ্জয় চট্যোপাধ্যায়ের প্রসঙ্গ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতা বলেন, দোষীরা শাস্তি পাক, যেন কোনও নির্দোষ শাস্তি না পায়। আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে তোলপাড় গোটা দেশ। ওই ঘটনার প্রতিবাদে বধবার রাতে পথে নামতে চলেছেন মহিলারা। এই পরিস্থিতিতে আরজি কর ইস্যুতে মুখ খুললেন মমতা। তিনি বলেন,ধনঞ্জয়ের ঘটনায় যা হয়েছিল, তা যেন আর না হয়। মিথ্যা সাক্ষী দেওয়া হয়েছিল। প্রাণে মেরে দেওয়ার হুমকি দিয়ে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করা হয়েছিল। এদিন চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার জন্য মমতা আবেদন করেন মমতা।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাকে যা মনে হয় বলুন, কিন্তু বাংলা মাকে অসম্মান করবেন না। আমি যখন ঘটনার খবর পাই তখন আমি ঝাড়গ্রামে ছিলাম। খবরটা শোনার পর সারারাত ঘুমাইনি। ২টো পর্যন্ত পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছিলাম। ১২ ঘণ্টার মধ্যে আসল খুনিকে গ্রেফতার করা হয়েছে। বলুন, কোন অ্যাকশনটা আমরা নিইনি?প্রমাণ ছাড়া নির্দোষকে কীভাবে গ্রেফতার করব?ধনঞ্জয়ের বেলা কী হয়েছিল মনে আছে?দোষী সাজা পাক, কিন্তু দেখতে হবে নির্দোষ যেন সাজা না পান। আমি সাতদিনের সময় দিয়েছিলাম। কারণ তদন্তে ন্যূনতম সময় লাগে। সেটা দেওয়া গেল না। তার আগেই হাই কোর্টে গেলেন। সব ভাল যার শেষ ভাল। হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত, কোনও আপত্তি নেই। এই ঘটনাটা কিন্তু আমাদের পুলিশই ধরেছে। মৃতার পরিবারের প্রতি সমবেদনা জানান, রাজনীতি করবেন না।
আরও পড়ুন: সিবিআইয়ের নজরে নির্যাতিতার মোবাইল
মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন চিকিৎসকদের আন্দোলনকে (Doctors Protest) তিনি সমর্থন করেন। তাদের পাশে রয়েছেন। তিনি বলেন, চিকিৎসা দিতে আপনারা অঙ্গীকারবদ্ধ। বিনা চিকিৎসায় তিন জন মারা গিয়েছেন। পায়ে ধরে বলছি,আপনারা আন্দোলন করুন। কেউ আটকায়নি। এবার কাজে নামুন, আবেদন। আমার সচিব আবেদন জানিয়েছেন। আজ আমি আবেদন করছি। আরজি কর নিয়ে সারা রাজ্যে আন্দোলন চলছে। এবার পাল্টা কর্মসূচীর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ১৭ তারিখ থেকে সারা বাংলায়, সব ব্লক, সব ওয়ার্ডে ২টো থেকে ৪টে পর্যন্ত বাম-রামের চক্রান্তের বিরুদ্ধে মিছিল এবং আন্দোলন হবে। ১৮ তারিখ ব্লকে ব্লকে ধরনা কর্মসূচী পালন করা হবে। ২০ তারিখ পথে নামবে তৃণমূল।
দেখুন ভিডিও