দিল্লি: আজ ফের ভাগ্যপরীক্ষা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। সুপ্রিম কোর্টে ইডির দায়ের করা মামলার শুনানি রয়েছে আজ। সেই শুনানিতেই আজ জানা যাবে তিনি জামিন পান নাকি আবারও মামলা স্থগিতাদেশ হয়ে যায়।
উল্লেখ্য, গত সপ্তাহের বুধবার, ৪ ডিসেম্বর সুপ্রিম কোর্টে ইডির দায়ের করা মামলায় জামিনের আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু সেদিনের শুনানির পর রায়দান স্থগিত রাখেন বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ। সেই মামলার শুনানি আবারও রয়েছে আজ।
আরও পড়ুন: হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো পরিষেবায় সময়সূচির রদবদল
তবে আজ সুপ্রিম কোর্টে ইডির দায়ের করা মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলেও জেলমুক্ত এখনই হবেন না তিনি। কারণ তাঁর বিরুদ্ধে সিবিআইয়ের পক্ষ থেকেও রয়েছে মামলা। আর সেই মামলা থেকে এখনই ছাড়া পান নি তিনি। তাই ইডির দায়ের করা মামলায় আজ পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলেও জেলমুক্তির নেই কোন সম্ভাবনা।
উল্লেখ্য, গত বুধবার ইডির দায়ের করা মামলায় পার্থ চট্টোপাধ্যায় জামিন পাওয়ার যোগ্য বলে শুনানিতে পার্থর আইনজীবী মুকুল রোহতগি সুপ্রিম কোর্টে দাবি করেছিলেন, আর্থিক তছরুপ মামলায় সর্বোচ্চ সাজা সাত বছর। অর্থাৎ ৮৪ মাসের সাজা হতে পারে। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী, ফাঁসি ও যাবজ্জীবন ছাড়া অন্য কোনও মামলার অভিযুক্তদের সর্বোচ্চ সাজার এক তৃতীয়াংশের বেশি সময় বিচারাধীন অবস্থায় হেফাজতে রাখা যায় না। সেই সময়সীমা অর্থাৎ ২৮ মাস ইতিমধ্যেই পার করে গিয়েছেন পার্থ। অতএব তাঁর জামিন এবার মঞ্জুর করা উচিত শীর্ষ আদালতের।
দেখুন অন্য খবর