এবার থেকে আর ক্যাজুয়াল ড্রেসে অফিস আসতে পারবেন না সিবিআই অফিসাররা। পরতে পারবেন না জিন্স, টি-শার্ট, স্পোর্টস্ শু বা চপ্পল। রাখতে পারবেন না শৌখিন চুল-দাড়িও। ফতোয়া জারি সিবিআই অফিসে, ব্যাতিক্রম নন মহিলারাও। তাঁদের পোশাকেও রযেছে নানা বিধিনিষেধ।
এবার থেকে পুরুষ অফিসারদের ফর্মাল প্যান্ট, শার্ট পরতে হবে। এখানেই শেষ নয়, চুল ছোট করে কাটার পাশাপাশি, দাড়ি-গোঁফ কামিযে একেবারে “ক্লিন শেভড” হয়ে আসতে হবে। অর্থাৎ পুরোদস্তুর ফর্মাল হয়ে আসতে হবে কর্মক্ষেত্রে। কোনও বেনিয়ম বরদাস্ত করা হবে না। স্পষ্ট জানিয়ে দিয়েছেন এজেন্সির নতুন ডাইরেক্টর সুবোধকুমার জয়সওয়াল।
অন্যদিকে মহিলা অফিসারদের জন্য বরাদ্দ শাড়ি, সালোয়ার কামিজ, ফর্মাল শার্ট-প্যান্ট। এই নিয়ম লাগু হচ্ছে গোটা দেশের সব সিবিআই কার্যালয়েই।
সুবোধকুমার জয়সওয়াল ৩৩ তম ডাইরেক্টর হিসেবে শপথ নেওযার পরের দিনই এই নির্দেশ আসে। আসন্ন দিনে সিবিআইয়ের দক্ষতা আরও বাড়াতে, তিনি প্রশাসনিক স্তরেও পরিবর্তন আনতে পদক্ষেপ করবেন বলে মনে করছে বিভিন্ন মহল।