শান্তিনিকেতনঃ দীর্ঘ ৩ বছর শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা বন্ধ থাকার পর অবশেষে গত বছর থেকে পূর্বপল্লীর মাঠে শুরু হয়েছে পৌষ মেলা। তবে পূর্বপল্লী মাঠের এই মেলা গত বছর আয়োজন করে রাজ্য সরকার। কিন্তু ২০২৪-এর পৌষ মেলা আয়োজন করতে চলেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ, এমনটাই জানানও হলো বিশ্বভারতী সূত্রে।
বিশ্বভারতী সূত্রে খবর, রাজ্য সরকারের সহয়তা এবছর নেবে না বিশ্ববিদ্যালয়। আগের মতই বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্ট পরিচালনা করবে পৌষমেলার। আজ এই বিষয়ে বৈঠক বসে বিশ্বভারতীতে, সেই বৈঠক থেকেই এমন সিদ্ধান্তের কথা জানালও বিশ্বভারতীর কর্তৃপক্ষ।
আরও পড়ুন : লর্ডসের মোড়ে বিধ্বংসী আগুন
এদিন বিশ্বভারতীর সেন্ট্রাল লাইব্রেরীতে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। উচ্চ পর্যায়ের এই বৈঠকে উপস্থিত ছিলেন, বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য, কর্মসচিব, আধিকারিক, কর্মীবৃন্দ, কর্মী পরিষদের সদস্যরা। ঘণ্টা তিনেক ধরে চলে বৈঠক। আর সেই বৈঠক থেকেই সিদ্ধান্ত নেওয়া হয় এবারের পৌষ মেলা আগের মতো অনুষ্ঠিত করতে চলেছে বিশ্বভারতী।
বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীগ ঘোষ জানান, “চলতি বছর শান্তিনিকেতন পৌষ মেলা পূর্বপল্লীর মাঠে অনুষ্ঠিত হচ্ছে। তবে আর রাজ্য সরকার নয়, বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং শান্তিনিকেতন ট্রাস্ট সম্পূর্ণ পৌষ মেলা পরিচালনার দায়িত্ব থাকবে। প্রসঙ্গত গতবছর বিশ্বভারতীর পূর্বপল্লীর মাঠে শান্তিনিকেতন পৌষ মেলা পরিচালনা করেছিল রাজ্য সরকার”।
দেখুন অন্য খবর: