কলকাতা: ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা নিয়ে দিন দিন বাড়ছে জটিলতা। আবারও কাজ শুরু হতে চলেছে শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রো রুটে। যার জেরে সোমবার থেকেই এই রুটে আনা হচ্ছে বেশ কিছু বদল।
এদিন মেট্রো রেলের তরফ থেকে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে, সোমবার থেকে মেট্রোর গ্রিন লাইন-২ শাখায় বেশ কিছু বদল আসতে চলেছে। মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিম সুড়ঙ্গ দিয়ে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড নয়, মহাকরণ স্টেশন পর্যন্ত চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রো।
আরও পড়ুন: আরজি কর হাসপাতালে ফের আত্মহত্যার চেষ্টা
সপ্তাহের প্রথম দিনে মেট্রোর এই খামখেয়ালিপনা নিয়ে ফের প্রশ্ন তুলতে শুরু করেছেন নিত্যযাত্রীরা। অফিস যাত্রীরা ফের আগামিকাল থেকে সমস্যার মুখে পড়তে চলেছেন বলে জানা যাচ্ছে।
তবে মেট্রো সূত্রে খবর, পূর্বমুখী সুড়ঙ্গ দিয়ে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো চালানো হবে। সকাল ৬ টা ৫৫ মিনিট থেকে রাত ১০টা অবধি পরিষেবা মিলবে, কিন্তু তা পূর্বমুখী সুড়ঙ্গ দিয়েই।
আজ অর্থাৎ রবিবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত শুধুমাত্র পূর্বমুখী সুড়ঙ্গ দিয়েই পরিষেবা চালু থাকবে। আজ দুপুর ২ টো ১৫ মিনিট থেকে রাত ৯ টা ৫০ মিনিট পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো চলবে পূর্বমুখী সুড়ঙ্গ দিয়ে।
মেট্রোর তরফ থেকে জানানও হয়েছে, পূর্বদিকের সুড়ঙ্গের কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেলেও পশ্চিম সুড়ঙ্গের কাজ এখনও থমকে আছে। সেই কারণে ওই সুড়ঙ্গের সঙ্গে যোগাযোগ রয়েছে বউবাজারের দুর্গা পিতুরি লেনের।কাজ সম্পূর্ণ না হওয়ার জন্যই বারবার বউবাজারের বাড়িগুলিতে ফাটলের দেখা মিলছে। আতঙ্কে দিন কাটান সেখানকার বাসিন্দারা। সেই ঘটনা থেকেই শিক্ষা নিয়ে এবার সঠিক দিশার সন্ধান পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন আধিকারিকরা।
দেখুন অন্য খবর: