skip to content
Tuesday, July 2, 2024

skip to content
Homeজেলার খবরLalgarh: ফের অজানা জন্তুর পায়ের ছাপ লালগড়ে

Lalgarh: ফের অজানা জন্তুর পায়ের ছাপ লালগড়ে

Follow Us :

ঝাড়গ্রাম: অজানা জন্তুর (Unknown Animal) পায়ের ছাপে (Footprint) আতঙ্ক লালগড়ে (Lalgarh)। লক্ষ্মণপুর, কুমিরকাতা, কন্যবলির পর এবার গঙ্গাদাসপুরের জঙ্গলে একটি জলাশয়ের ধারে পাওয়া গেল এক অজানা জন্তুর পায়ের ছাপ। এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা।

বেশ কিছুদিন ধরে লালগড়ের লক্ষ্মণপুর, কুমিরকাতার জঙ্গল এলাকায় অজানা জন্তুর পায়ের ছাপ দেখতে পাওয়া যাচ্ছে। তা নিয়ে বন দফতরের তরফে খোঁজখবর করা শুরু হয়েছে। শুক্রবার কন্যাবলির জঙ্গল থেকে একটি ছাগলের ক্ষতবিক্ষত দেহ পাওয়া যায়। তারপর শনিবার আবারও পায়ের ছাপ দেখে অজানা জন্তু নিয়ে সন্দেহ ও আতঙ্ক বাড়ছে স্থানীয়দের মধ্যে। এই অজানা জন্তুর খোঁজে বন দফতর নজরদারি চালাচ্ছে জঙ্গলে। যে সমস্ত এলাকা থেকে পায়ের ছাপ মিলেছে তা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এর আগেও লালগড় এবং আশপাশ এলাকায় অজানা জন্তুর পায়ের ছাপ মিলেছে। স্থানীয়রা তা বাঘের পায়ের দাবি করলেও পরীক্ষায় তেমন কিছু মেলেনি। তবু আতঙ্ক কাটছে না জঙ্গলমহলের বাসিন্দাদের। তার মধ্যেই শনিবার আবারও মাটিতে পায়ের ছাপ দেখা যাওয়ায় নানা জল্পনা চলছে।

আরও পড়ুন: Bankura Elephant: বাঁকুড়ার লোকালয়ে হাতির হানা, মৃত বেশকিছু গবাদি পশু

এদিনই বিমলা মাহাত নামে গঙ্গাদাসপুরের এক বৃদ্ধা দাবি করেন, জমিতে কাজ করার সময় তিনি দূরে একটি অজানা জন্তু দেখতে পান। তাঁর চেঁচামেচিতে স্থানীয়রা বেরিয়ে আসেন। অত লোক দেখে জন্তুটি পালিয়ে যায় বলে দাবি বিমলার। তবে বন দফতর এ নিয়ে কোনও মন্তব্যে নারাজ।

২০১৮ সালের মার্চ-এপ্রিল মাসে বাঁকুড়া ও মেদিনীপুরের জঙ্গলে বাঘের দেখা মিলেছে বলে দাবি করেছিলেন স্থানীয়রা। বন দফতর ওই সময়ে ব্যাপক তল্লাশিও চালায়। ক্যমেরার ট্র্যাপে বাঘের সন্ধানও মিলেছিল। এপ্রিলের মাঝামাঝি সময়ে পশ্চিম মেদিনীপুরের ধেরুয়ায় কাননদিহি জঙ্গলে একটি বাঘের মৃতদেহ মেলে। বাঘটির মুখ,কান,গলা ক্ষতবিক্ষত ছিল। মুখে একটি তিরও আটকে ছিল। তদন্তে জানা যায়, সেই সময় শিকার উৎসব চলছিল। আদিবাসী শিকারিরাই বাঘটিকে পিটিয়ে মারে।

RELATED ARTICLES

Most Popular