হাওড়া: আগামী বছর বেলুড় মঠে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ২০১২ সালের পর ফের তাঁর মঠে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। ২০২২-এ রামকৃষ্ণ মিশনের ১২৫-তম বর্ষপূর্তি। ২০২৩ পর্যন্ত গোটা একবছর ধরে চলবে নানা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের সূচনায় রামকৃষ্ণ মিশন বেলুড় মঠে আসতে পারেন মোদি (Narendra Modi)।
মঠ সূত্রে খবর, ইতিমধ্যেই ১২৫ বছর উদযাপনের জন্য একাধিক অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। দেশব্যাপী নানা অনুষ্ঠান করা হবে বলেও জানা গিয়েছে। সেই অনুষ্ঠানের উদ্বোধনেই প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে চলেছে মঠ কর্তৃপক্ষ। সব কিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই পিএমও সঙ্গে আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করা হবে বলে মঠ সূত্রে খবর।
রামকৃষ্ণ মিশনের সঙ্গে বরাবরই যোগসূত্রে রয়েছে প্রধানমন্ত্রীর। এর আগে ২০১২-তেও তিনি বেলুড়ে আসেন। রাত্রিযাপনও করেছিলেন মঠের গেস্ট হাউসে। বিবেকানন্দের মন্ত্রে বরাবরই আকৃষ্ট নরেন্দ্র মোদি। যখনই কোনও কাজের সূত্রে পশ্চিমবঙ্গে এসেছেন, তখনই মঠের বিষয়ে খোঁজখবর নিয়েছেন। শুধু বেলুড়ের রামকৃষ্ণ মিশনই নয়, অন্যান্য রাজ্যে মিশনের বিভিন্ন শাখার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেন নমো।
আরও পড়ুন: Tejasvi Surya: হিন্দুধর্মত্যাগী মুসলিম-খ্রিস্টানদের ঘরওয়াপসির ডাক বিজেপি সাংসদ তেজস্বীর
আরএসএস করার সময় থেকেই মিশনের কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত করেছিলেন মোদি। সেই থেকেই রামকৃষ্ণ মিশনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা। প্রধানমন্ত্রী হওয়ার পর মিশনকে বিভিন্ন ভাবে সাহায্য করার চেষ্টা করে চলেছেন। মিশন কর্তৃপক্ষের আশা, ১২৫ বছরের মতো বর্ণাঢ্য এবং ঐতিহ্যশালী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকবেন। মিশনের তরফে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিয়েও তারা আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী সময় দিলেই তাঁর সঙ্গে সাক্ষাত করে আমন্ত্রণ জানানো হবে।