উলুবেড়িয়া: ‘যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই, পাইলেও পাইতে পার অমূল্য রতন’ এবার সেই অমূল্য রতনের খোঁজ মিলল উলুবেড়িয়ায় (Uluberia)। বাড়ি তৈরীর জন্য মাটি কাটার সময় মাটির নীচ থেকে বেরিয়ে এল প্রাচীন রুপোর মুদ্রা (Ancient Silver Coins)। বুধবার বিকালে রুপোর এই মুদ্রা উদ্ধারের ঘটনাকে ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়াল উলুবেড়িয়া পুরসভার ২১ নং ওয়ার্ডের ফুলেশ্বর বৈকন্ঠপুরে। দেখতে শয়ে শয়ে লোকের ভিড় উপচে পড়ল এলাকায়। শেষে উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
জানা গিয়েছে, বুধবার সকাল থেকে কানাই দাসের বাড়ি তৈরীর জন্য মাটি কাটা হচ্ছিল। মাটি কাটার সময় মাটির নীচ থেকে একটি ঢাকনা দেওয়া মাটির হাঁড়ি দেখতে পান শ্রমিকরা। কৌতহলবশতঃ তারা মাটির হাঁড়ির ঢাকনা খুলতেই ভিতরে একটি কাঁচের বোতলের মধ্যে রুপোর মুদ্রাগুলি দেখতে পান। বাড়ির কত্রী বনমালা দাস জানান, বাড়ি তৈরীর জন্য মাটি কাটা হচ্ছিল। আমি বাড়িতে রান্না করছিলাম। তখনই রুপোর মুদ্রা উদ্ধারের বিষয়টি জানতে পারি। ৬০/৭০ টি মুদ্রা পাওয়া গেলেও জামাই কিছু মুদ্রা নিয়ে চলে গিয়েছে। এখন আমার কাছে ২৭টি মুদ্রা আছে।
আরও পড়ুন:Abhishek Banerjee | অভিষেকের নবজোয়ার যাত্রায় চাকরি পেলেন যুবক
অন্যদিকে, কাউন্সিলর প্রবীন মান্না জানান, উদ্ধার হওয়া মুদ্রাগুলি শতাধিক বছরের পুরাতন। উলুবেড়িয়া থানার পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। অন্যদিকে মুদ্রা উদ্ধারের বিষয়ে পুলিশ প্রশাসনের বক্তব্য আপাতত মুদ্রাগুলি যাঁর কাছে আছে সেখানেই থাকছে। প্রয়োজন হলে পরবর্তীতে তদন্তের স্বার্থে মুদ্রাগুলি নিজেদের হেফাজতে নেওয়া হবে।