skip to content
Saturday, June 29, 2024

skip to content
Homeজেলার খবরTMC Clash-Bhangar: তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত ভাঙর

TMC Clash-Bhangar: তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত ভাঙর

Follow Us :

ভাঙর: ফের তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব। দক্ষিণ ২৪ পরগনার ভাঙরে দুই তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত এলাকা। ভাঙচুর করা হল দলীয় কার্যালয়। এই ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছয় কাশিপুর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গরের পাকাপোল এলাকায় জমিতে একটি প্রজেক্ট তৈরি করাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা সৃষ্টি হয় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে। আর সেই প্রজেক্ট কার দখলে থাকবে তা নিয়ে গণ্ডগোল। সেই উত্তেজনার বহিঃপ্রকাশ ঘটে গত শুক্রবার মধ্যরাতে। অভিযোগ, তৃণমূলের এক গোষ্ঠীকে মারধর করেছে দলেরই আরও এক গোষ্ঠী। জানা গিয়েছে, ভাঙ্গড় ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস নেতা খয়রুল ইসলামের গোষ্ঠী এবং অপরদিকে ফিরোজ উদ্দিন সাঁফুইয়ের গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ ঘটে। 

খইরুল ইসলাম ভাঙ্গরে তৃণমূল নেতা আরাবুল ইসলামের ঘনিষ্ঠ বলে পরিচিত। অপরদিকে রেজাউল করিমের ঘনিষ্ঠ ফিরোজ উদ্দিন। ফিরোজ উদ্দিনের অভিযোগ, খইরুল ইসলামের অনুগামীরা তাঁদের দলীয় কার্যালয় ভাঙচুর করেছে। তবে সমস্ত ঘটনার কথা অস্বীকার করে তৃণমূল নেতা খইরুল ইসলাম জানান, সমস্ত ঘটনা মিথ্যা। নিজেদের দলীয় কার্যালয় নিজেরাই ভাঙচুর করে অপরের নামে দোষ চাপানো হচ্ছে। 

আরও পড়ুন:Delhi Airport: আগুন নিভলেও এক ঘণ্টা বিমানে আটকে ছিলেন ১৭৭ জন যাত্রী! 

এই ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক আহত হয়েছেন। পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে ওঠে, সামাল দিতে কাশিপুর থানার বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনা কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ তদন্তে নেমেছে।

RELATED ARTICLES

Most Popular