মালদহ: মালদহ মহকুমা শাসকের গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। আহত শিশু-সহ দুই। রবিবার ঘটনাটি ঘটেছে মালদা শহরের বাঁধ রোড এলাকায়। আহতদের উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে মহকুমা শাসকের গাড়ি। পুলিশ জানিয়েছে, মৃত ওই বাইক আরোহীর নাম পাপ্পু দাস(৩৫)। বাড়ি পুরাতন মালদহর বালা সাহাপুর এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইংরেজবাজারের গাদুয়ার মোড় এলাকায় শ্বশুরবাড়ি থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন পাপ্পু। সেই সময় মালদহ শহরের বৃন্দাবনী ময়দানে ফুটবল খেলায় মুম্বাই থেকে অভিনেতা গোবিন্দাকে আনা হয়। সেই অনুষ্ঠান দেখতে প্রচুর ভিড় হয়ে ছিল মাঠে। এসডিও সদর সুরেশ চন্দ্র রানো নিজেও উপস্থিত ছিলেন। অভিযোগ, মাঠ থেকে বেড়িয়ে এসডিও নিজেই গাড়ি চালাচ্ছিন। আর সেই গাড়িতেই দুর্ঘটনা ঘটে। এমনকী উত্তেজিত জনতা এসডিওকে মারধরও করেন। উত্তেজিত জনতার হাত থেকে এসডিওকে উদ্ধার করেন ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী।
আরও পড়ুন:Dainhat: শপথ নিলেন দাঁইহাটের নয়া পুরপ্রধান, নাম প্রস্তাব বিতাড়িত চেয়ারম্যানেরই
এই ঘটনায় মালদহ সদর মহকুমা শাসকের গ্রেফতারের দাবি করেন ইংরেজ বাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। তাঁর অভিযোগ, রবিবার রাতে এসডিও সুরেশচন্দ্র রানো মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিন। কিন্তু ইংরেজ বাজার থানার পুলিশ এসডিওকে বাঁচানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন বিধায়ক শ্রীরূপার। পাশাপাশি মালদহ বিধানসভার বিধায়ক গোপাল সাহাও এই ঘটনা চেপে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ তাঁর। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দুই বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী এবং গোপাল সাহাকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আহতদের পরিবারের সঙ্গে কথা বলতে পাঠান।