সইফ হামলার ঘটনায় আতঙ্কিত বলিউড। এর মধ্যেই সড়ক দুর্ঘটনায়(Road Accident)মারা গেলেন মাত্র ২২ বছরের টেলি নায়ক আমন জয়সওয়াল (Aman Jaiswal,Actor। হিন্দি টেলিভিশন জগতে নেমে এসেছে শোকের ছায়া।
‘ধরতিপুর নন্দিনী’(Dhartiputra Nandini) ধারাবাহিকের সুবাদেই জনপ্রিয় হয়ে উঠেছিলেন। সুদর্শন চেহারার এই অভিনেতা মাত্র ২২ বছর বয়সেই জীবন শেষ হয়ে গেল। একটি নতুন কাজের সন্ধানে অডিশন দিতে যাচ্ছিলেন অমন। পথে তার বাইকে সজোরে এসে ধাক্কা মারে একটি ট্রাক। ঘটনাস্থলী তার মৃত্যু হয়
‘ধরতিপুত্র নন্দিনী’ ধারাবাহিকের গল্পকার ধীরজ মিশ্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন, ‘তুমি আমাদের স্মৃতিতে বেঁচে থাকবে, ঈশ্বর কতটা নিষ্ঠুর হতে পারেন, আজ তোমার মৃত্যু আমাদের উপলব্ধি করিয়েছে। বিদায়’। দুর্ঘটনার পরপরই আমানকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও আধ ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় অভিনেতার। এই মৃত্যুর খবর এখনও মেনে নিতে পারছে না তরুণ অভিনেতার ভক্তরা।