মুম্বই : বদলাতে চলেছে কার্তিক আরিয়ান(Kartick Aaryan) অভিনীত ছবি ক্যাপ্টেন ইন্ডিয়া(Captain India)-র পরিচালক। ২০২১সালেই ছবির আনুষ্ঠানিক ঘোষণা করেন নির্মাতারা।তারপর থেকেই থেকেই চর্চায় রয়েছে ক্যাপ্টেন ইন্ডিয়া।যে ছবিতে একজন পাইলটের ভূমিকায় দেখা যাবে অভিনেতা কার্তিক আরিয়ানকে।নির্মাতারা জানিয়েছিলেন, ক্যাপ্টেন ইন্ডিয়া-র পরিচালনার দায়িত্ব নিতে চলেছেন বলিউডের বর্ষীয়ান পরিচালক হনসল মেহতা(Hansal Mehta)।তবে সদ্যই জানা গিয়েছে।বদলাতে চলেছে কার্তিকের আপকামিং ফিল্মের পরিচালক।খুব শীঘ্রই নাকি ক্যাপ্টেন ইন্ডিয়া-র শ্যুটিং শুরু করতে চান প্রযোজক।কিন্তু সমস্যা হচ্ছে পরিচালক ও অভিনেতার ডেট নিয়ে।কারণ,একাধিক নতুন প্রজেক্টের শ্যুটিংয়ের জন্য ব্যস্ত রয়েছেন হনসল মেহতা।তাই ছবির মুখ্যতারকা কার্তিক আরিয়ানের সঙ্গে পরিচালক শ্যুটিংয়ের ডেট কোনও ভাবেই অ্যাডজাস্ট করা যাচ্ছে না।অনেক চেষ্টা করেও সমস্যার সমাধান করতে পারেননি নির্মাতারা।তাই শেষ পর্যন্ত হনসল মেহতা কে ক্যাপ্টেন ইন্ডিয়া থেকে বাদ দিতে বাধ্য হয়েছেন তাঁরা।
সূত্রের খবর,ছবিটি পরিচালনার দায়িত্ব নিতে চলেছেন কাই পো চে খ্যাত পরিচালক অভিষেক কাপুর।ইতিমধ্যেই তাঁর সঙ্গে ছবি নিয়ে আলোচনা সেরেছেন প্রযোজক।সূত্রের খবর,ছবিটি পরিচালনা করতে রাজি হয়ে গিয়েছেন অভিষেকও।ক্যাপ্টেন ইন্ডিয়া এমন একটি ছবি যা বলিউডের সব পরিচালক তৈরি করতে পারবেন না।হনসল মেহতার পর অভিষেক কাপুরই এমন পরিচালক যিনি এইরকম একটি ছবিকে সফল করে তুলতে পারবেন।তাই ক্যাপ্টেন ইন্ডিয়া-র ভার তাঁকেই দিতে চলেছেন প্রযোজক।