মুম্বই: বি-টাউনের জনপ্রিয় অভিনেত্রী করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। দুই ছেলের মা তিনি। তৈমুর আলি খান (Taimur Ali khan) এবং জেহ আলি খান (Jeh Ali Khan)। ধীরে ধীরে দুই সন্তানই বড় হচ্ছে। বড় ছেলে এখন স্কুলে পড়ে। বলিপাড়ার অন্যান্য তারকা-সন্তান তার বন্ধু। করণ জোহরের (Karan Johar) ছেলেমেয়ের সঙ্গে তৈমুরের ভাব খুব। ঠিক যেমন বন্ধুত্ব এবং করিনা এবং করণের।
সম্প্রতি বলিপাড়ার নায়িকা এবং পরিচালককে দেখা গেল খেলার মাঠে। তৈমুরের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল। সেই উপলক্ষেই মাঠে গিয়েছিলেন তাঁরা। সেখানেই দেখা গেল গলায় পদক ঝুলিয়ে বসে আছেন অভিনেত্রী। স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পদক জিতেছে ছেলে তৈমুর। ছেলের জয়ে গর্বিত মা করিনা। ইনস্টাগ্রামে ছেলের পদক গলায় ঝুলিয়ে ছবি পোস্ট করে লিখেছেন আমি গর্বিত, ব্রোঞ্জই এখন আমার কাছে নতুন সোনা।
আরও পড়ুন: সুশান্ত-কে ছাড়াই ‘দিল বেচারা ২’!
করিনা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে করণ জোহরের সঙ্গে পোজ দিয়ে একটি সেলফি পোস্ট করেন। টি-শার্ট, হাফ ডেনিম জ্যাকেট ও স্নিকার পরেছিলেন তিনি। করণকে দেখা গেল কালো পোশাকে।
আরও খবর দেখুন