দীর্ঘ প্রতীক্ষার পর ১১ফেব্রুয়ারি বড়পর্দায় মুক্তি পাচ্ছে রাজকুমার রাও-ভূমি পেডনেকর জুটির প্রথম ছবি ‘বধাই দো’।ট্রেলার ও টাইটেল ট্র্যাকের পর মুক্তি পেল ছবির নতুন গান ‘আটক গ্যয়া’।অমিত ত্রিবেদীর সুরে ছবির নতুন গানটি গেয়েছেন অরিজিৎ সিং ও রূপালি মোঘে।গানের কথা বরুণ গ্রোভারের। রাজকুমার রাও ও ভূমি পেডনেকর, ছবিতে দুজনকেই সমকামীর চরিত্রে দেখা যাবে।অন্য পাঁচটা সোশ্যাল ড্রামার ভীড়ে হর্ষবর্ধন কূলকর্ণীর ‘বধাই দো’ যে একেবারে অন্যরকম ছবি হতে চলেছে সেটা বেশ বোঝা যাচ্ছে।
Html code here! Replace this with any non empty text and that's it.