কলকাতা: জয়-অদিতির বন্ধুত্ব উদযাপনের ১৬ বছর। সময়ের সঙ্গে সঙ্গে চুলে ধরেছে পাক, বেড়েছে বয়সও। এখনও অটুট তাঁদের বন্ধুত্ব। জানে তু ইয়া জানে না (Jaane Tu Ya Jaane Na)-র ১৬ বছর পূর্তিতে ফের এক জায়গায় হলেন জয়-অদিতি-মেঘনা-শালিনরা। নস্টালজিয়ায় ডুব দিলেন ইমরান-জেনেলিয়ারা। তা নিয়ে ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়ে গিয়েছে নিঃশর্ত বন্ধুত্ব এবং ভালোবাসার ১৬ বছর উদযাপন করছেন তাঁরা।
বন্ধুত্ব এমন একটি শব্দ যা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে। বলিউডে বন্ধুত্ব নিয়ে কম সিনেমা হয়নি। সোলে থেকে থ্রি ইডিয়েট বলিউডের একাধিক ছবিতে বন্ধুত্বের নানা শেডকে তুলেধরা হয়েছে। সিনেমার সংলাপ থেকে গান আজও আমাদের টাইম লাইনে ঘোরাফেরা করে। তেমনি এক সিনেমা ২০০৮ সালে মুক্তি পেয়েছিল ইমরান খান (Imran Khan) ও জেনেলিয়া ডিসুজা (Genelia D Souza) অভিনীত জানে তু ইয়া জানে না। মাঝে কেটেছে ১৬টা বছর। ফের এক হলেন এই ছবির স্টারকাস্টরা।
আরও পড়ুন: নিঃশব্দেই চলে গেলেন অভিনেত্রী স্মৃতি বিশ্বাস
শেয়ার করা হয় এক বিশেষ ভিডিও, সেখানে ‘জানে তু ইয়া জানে না’ গানে গলা মেলালেন সকলে। আমির খান প্রোডাকশন ভিডিওটি তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে ক্যাপশন সহ শেয়ার করেছেন, 16 বছর এবং আমরা এখনও আমাদের প্রিয় সকলের জন্য এই গানটি গাইছি। এর পরে একটি হার্ট ইমোজি রয়েছে। ফের জয়-অদিতিদের একসঙ্গে দেখে ফ্যানেদের প্রশ্ন, তবে কি এই ছবির সিকুয়েল আসছে? ছবির সিকুয়েল প্রসঙ্গে বনবাস ভেঙে লাইমলাইটে ফেরা ইমরান বলেন, জানে তু ইয়া জানে না অনেকের গল্প। তবে আমার চরিত্রটা ছিল জয়ের প্রকৃত পুরুষ হয়ে ওঠার গল্প। ভালোবাসা খোঁজার কাহিনি।
অন্য খবর দেখুন