কলকাতা: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনায় গোটা দেশে। কলকাতা সহ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় জেলায় চলছে প্রতিবাদ, আন্দোলন। সঠিক বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন টলিপাড়ার অনেকেই। দফায় দফায় পথে নেমেছেন বিনোদন জগতের তারকারা। আরজি কর কাণ্ডের (RG Kar Incident) প্রতিবাদে প্রথম দিন থেকেই শামিল অভিনেতা কিঞ্জল নন্দ (Kinjal Nanda)। আর এবার নতুন সিরিজের প্রচারেও বিচার চাইলেন তিনি, প্রশ্ন তুললেন বিচার কি আদৌ মিলবে?
পেশায় চিকিৎসক কিঞ্জল, অভিনয় জগতের জনপ্রিয় মুখ। ‘হীরালাল’, ‘বিনয়-বাদল-দীনেশ’-এর ছবিতে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। আরজি কর হাসপাতালে তরুণী চিকিসৎকের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে কিঞ্জল প্রথম দিন থেকেই আন্দোলনে শামিল কিঞ্জল। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম কাণ্ডারী তিনি। আরজি কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলন চলছে। এরই মধ্যে অভিনয় পেশার খাতিরে কিঞ্জল নন্দ তাঁর নতুন সিরিজ ‘কাঁটায় কাঁটায়’-এর প্রচারে একটি পোস্ট প্রকশ্যে আনলেন। সেই পোস্টেও ধরা পড়ল একরাশ দুশ্চিন্তা।
আরও পড়ুন: অরিজিৎকে কটাক্ষ কুণালের, নিশানায় টলিপাড়ার শিল্পীরাও!
জি ফাইভে সদ্য মুক্তি প্রাপ্ত ‘কাঁটায় কাঁটায়’ সিরিজে তাঁর নতুন লুক শেয়ার করে কিঞ্জল লিখেছেন, “আমি জানি এই মুহূর্তে এই ধরণের পোস্ট, অনেকেই বিরোধিতা করবেন। কিন্তু বিশ্বাস করুন, আমরা কেউই এরকম থাকতে চাই না। নতুন করে জীবনের ছন্দে ফিরতে চাই। কিন্তু চাইলেই তো আর সব কিছু পাওয়া যায় না। যে বিচার আমরা চাইছি, সেখান থেকেও অনেক দূরে আমরা জানি। কিন্তু তবুও সবসময়ে একই জিনিস নিয়ে থাকতে থাকতে হতাশা গ্রাস করছে। যে নৃশংস ঘটনা ঘটে গিয়েছে সেটা সহজে আমরা কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারব না। তার মধ্যে যদি ইচ্ছে হয় দেখবেন। যদি ভালো লাগে পাশের মানুষটিকে বলবেন। আন্দোলন যেন থেমে না থাকে। প্রতিবাদের আগুনটা যেন জ্বলতে থাকে।”
দেখুন বিনোদনের আরও খবর