কলকাতা : আজ ভাইফোঁটা (Bhaidooj)। বঙ্গের দিকে দিকে আজ উৎসবের আমেজ। ভাই বোন একসাথে আজকের এই দিনটি পালন করে।জনসাধারণ থেকে শুরু করে টলি পাড়ার তারকারা প্রত্যেকেই আজ মেতেছেন উৎসবে। তবে অনেক ভাই বোনই একসাথে থাকতে পারেন না।তাই কিছু ক্ষেত্রে প্রযুক্তিই ভরসা। সেই পথে হাঁটলেন টলি অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ (Ridhima Ghosh)।
ঋদ্ধিমার (Ridhima Ghosh) ভাই থাকেন সুদূরে। তাই ভাইফোঁটার (Bhaidooj) দিন প্রযুক্তিকে ভরসা করে ‘ভার্চুয়াল ফোঁটা’ (Virtual Bhaidooj) দিলেন ঋদ্ধিমা (Ridhima Ghosh)। এমনকি ভাইয়ের ছবির সামনে সাজিয়ে দিলেন মিষ্টিও। সেই ছবি নিজের সোশাল মিডিয়াতে (Social Media) শেয়ার করলেন ঋদ্ধিমা (Ridhima Ghosh)। পাশাপাশি, ভাইয়ের সঙ্গে নিজের একটি পুরনো ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী।
আরও পড়ুন: যোগীকে খুনের হুমকির ঘটনায় গ্রেফতার মুম্বইয়ের তরুণী, জানুন আপডেট
কাজের জন্য দেশের বাইরে থাকেন ঋদ্ধিমার ভাই। কিন্তু তাই বলে কি উৎসবে অংশগ্রহণ করবেন না? তাই প্রযুক্তির হাত ধরেই ফেসটাইমের মাধ্যমে ভাইকে ফোঁটা দিলেন অভিনেত্রী।একেবারে পরিপাটি আয়োজন করে ভাইফোঁটা অনুষ্ঠানের আয়োজন করলেন অভিনেত্রী। মিষ্টির পাশে রাখেন ধান, দূর্বা, প্রদীপ আর চন্দন।
নিজের শেয়ার করা ছবির ক্যাপশনে ঋদ্ধিমা লেখেন, ‘যদিও আমরা অনেক দূরে থাকি আর ফেসটাইমের মাধ্যমে সেলিব্রেট করছি, তবুও আমাদের বন্ধন প্রত্যেকবার আরও কাছের মনে হয়। আমি যে তোকে কতটা মিস করছি বলে বোঝানো মুশকিল। তবে আজ তোকে আমার ভালোবাসা, আশীর্বাদ আর একটা ভার্চুয়াল ফোঁটা পাঠালাম। সবসময় তুই যেন হাসিখুশি আর সুস্থ থাকিস, জীবনে সাফল্য পাস, এই কামনাই করি। সেই দিনের জন্য আর তর সইছে না যেদিন আমরা আবার একসঙ্গে থাকব। খুব ভালোবাসি, মিস করি তোকে।‘
এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় ঋদ্ধিমা জানান, আজ অবধি ভাইফোঁটা উপলক্ষে ভাইয়ের থেকে কোনও উপহার পাননি তিনি। তবে ঋদ্ধিমা ভালো দিদির মত প্রতিবছর কোনও কোনও উপহার পাঠিয়ে দেন ভাইকে। তবে শুধুমাত্র নিজের ভাই অভিষেককে নয়, ঋদ্ধিমা ফোঁটা দেন অভিনেতা ইন্দ্রাশিস রায়, তাঁর ভাই চন্দ্রাশিস রায় আর স্বামী গৌরব চক্রবর্তীর ছোটবেলার এক বন্ধুর জন্য সাজান বরণ ডালা।
দেখুন অন্য খবর: