মুম্বই : কিয়ারার(Kiara Advani) সঙ্গে বিয়ের জল্পনা উসকে দিলেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা(Siddharth Malhotra)।সদ্যই নেটফ্লিক্সে(Netflix) মুক্তি পেয়েছে অভিনেতার নতুন ছবি মিশন মজনু(Mission Majnu)।ইতিমধ্যেই বহু দর্শক দেখে ফেলেছেন ছবি, পছন্দও করেছেন।ছবিতে একজন ভারতীয় স্পাইয়ের চরিত্রে নজর কেড়েছেন সিড।তাঁর বিপরীতে দেখা গিয়েছে দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দানাকে(Rashmika Mandanna)। সদ্যই মিশন মজনু-র সাকসেস পার্টির আয়োজন করেছিলেন নির্মাতারা।যে সাকসেস পার্টিতে একসঙ্গে দেখা গিয়েছে সিদ্ধার্থ ও রশ্মিকা জুটিকে।সেই উপলক্ষেই ভীড় জমিয়েছিল মুম্বইয়ের কুখ্যাত পাপারাৎজির দল।বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে,ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই বিশেষ বান্ধবী কিয়ারা আডবানির সঙ্গে বিয়েটা সেরে ফেলবেন মিশন মজনু-র তারকা।যদিও কিছুদিন আগেই সেই জল্পনায় জল ঢেলে সিদ্ধার্থ জানিয়েছিলেন,তাঁরই বিয়ে,অথচ সেই বিষয়ে তিনি নিজেই কিছু জানেন না।অবশ্য মিশন মজনুর সাকসেস পার্টিতে বিয়ের জল্পনা উসকে দিলেন অভিনেতা নিজেই।
View this post on Instagram
পার্টিতে কে সিদ্ধার্থকে পাপারাৎজিরা জিজ্ঞেস করেন,কবে বিয়ে করছেন তিনি?ছয় তারিখই কি হতে চলেছে শুভ পরিণয়?উত্তরে মুখ না খুললেও লাজুক হেসে পার্টিতে চলে যান সিদ্ধার্থ।তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় চর্চা চলছে।বিয়ে নিয়ে ভক্তদের সারপ্রাইজ দিতে চলেছে শেরশাহ জুটি।দুজনের চারহাত এক হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা।
View this post on Instagram