Placeholder canvas

Placeholder canvas
Homeবিনোদনগাঁটছড়া বাঁধলেন সারেগামাপা খ্যাত সমদীপ্তা
Samadipta Mukherjee Marriage

গাঁটছড়া বাঁধলেন সারেগামাপা খ্যাত সমদীপ্তা

প্রেমিক স্বাগতর সাথে সাত পাক ঘুরলেন সঙ্গীতশিল্পী সমদীপ্তা

Follow Us :

কলকাতা: প্রেমিক স্বাগত গঙ্গোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন সারেগামাপা (Sa Re Ga Ma Pa) খ্যাত সঙ্গীতশিল্পী সমদীপ্তা মুখোপাধ্যায় (Samadipta Mukherjee)। গত ডিসেম্বরেই সেরেছিলেন আংটি বদল সেরেছিলেন সমদীপ্তা। এবার প্রেমের মরশুমেই চার হাত এক হল (Samadipta Mukherjee Marriage)। টুকটুকে লাল বেনারসী, মানানসই মেকআপ, মুকুট, কপালে চন্দন, গলায় গোলাপের মালা, একেবারে সাবেকি সাজে সেজে উঠেছিলেন গায়িকা।

কনের সাজে সমদীপ্তার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সারেগামাপা খ্যাত সমদীপ্তার বন্ধু জুটি জ্যোতি ও রক্তিম। গায়িকার বিয়েতে হাজির ছিলেন সারেগামাপা শোয়ের অন্যান্য প্রতিযোগীরাও। সমদীপ্তাকে বিয়ের শুভেচ্ছা জনিয়েছেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী, নবারুণ বসু প্রমুখ। শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অনুরাগীরাও।

আরও পড়ুন: বাঙালির হিয়া নস্টাল করতে আসছেন উত্তমকুমার

প্রসঙ্গত, বনগাঁর মেয়ে সমদীপ্তা মুখোপাধ্যায় তাঁর অসাধারণ সঙ্গীত প্রতিভা দিয়ে দর্শকদের প্রিয় শিল্পী হয়ে উঠেছেন। তাঁর গানের ভাইরাল ভিডিও দেখে প্রশংসা করেছিলেন স্বয়ং লতা মঙ্গেশকর। সারেগামাপা-এর মঞ্চে সেমি-ফাইনালিস্ট ছিলেন তিনি। কাজ করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও ইশা সাহা অভিনীত ‘ঘরে ফেরার গান’ ছবিতে। এছাড়াও বিভিন্ন সিরিয়াল, থিম মিউজিক সহ বিভিন্ন ক্ষেত্রে গান গেয়েছেন সমদীপ্তা।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments