অর্ক্য চট্টোপাধ্যায়, কলকাতা: রাতুল মুখোপাধ্যায় (Ratool Mukherjee) পরিচালিত ‘কালিয়াচক চ্যাপ্টার ১’ (Kaliachak Chapter 1) ছবির ট্রেলার ইতিমধ্যেই নেটমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ছবিটি দেখার জন্য অপেক্ষা করছেন অনেকেই। আগামী ১৪ জুন ছবিটি মুক্তির কথা ছিল। কিন্তু আজ মঙ্গলবার খবর এল ওইদিন মুক্তি পাচ্ছে না ছবিটি। পিছিয়ে যাচ্ছে ছবি মুক্তির তারিখ।

ঠিক কী কারণে ছবি মুক্তির তারিখ পিছিয়ে গেল সেই বিষয়ে জানতেই কলকাতা টিভির পক্ষ থেকে যোগাযোগ করেছিলাম পরিচালক রাতুল মুখোপাধ্যায়ের সঙ্গে। তিনি জানিয়েছেন, প্রযোজনা সংস্থার নিজস্ব কিছু কারণেই ছবি মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে কিছু টেকনিক্যাল কারণও আছে। প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে কিছু অপ্রত্যাশিত কারণে ছবি মুক্তির তারিখ পিছনো হয়েছে। খুব তাড়াতাড়ি সেইসব মিটিয়ে প্রেক্ষাগৃহে আসবে ‘কালিয়াচক চ্যাপ্টার ১’।
সম্প্রতি প্রেক্ষাগৃহে এসেছে প্রসেনজিৎ-ঋতুপর্ণা অভিনীত কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly) ছবি ‘অযোগ্য’ (Ajogyo) এবং জিৎ-রুক্মিণী অভিনীত ‘বুমেরাং’ (Boomerang)। সেই কারণেই কি ছবি মুক্তির তারিখ পিছনোর সিদ্ধান্ত?
নিজেকে জিৎ দা এবং বুম্বা দার খুব বড় ফ্যান বলে উল্লেখ করে রাতুল জানিয়েছেন, ছবি মুক্তির তারিখ পিছিয়ে যাওয়াতে একদমই আশাহত নন তিনি। দর্শকরা এখন ওই দুটি ছবি নিয়ে মেতে আছেন। অপ্রত্যাশিত কারণে ছবি মুক্তির তারিখ পিছলেও ‘কালিয়াচক চ্যাপ্টার ১’ কিছুদিন পর মুক্তি পেলে দর্শকদের কাছ থেকে একইরকম ভালোবাসা পাবে বলে আশাবাদী তিনি। রাতুল মুখোপাধ্যায় আরও বলেছেন, “ছবি মুক্তির তারিখ পিছিয়েছে মানে দীর্ঘদিন পিছিয়েছে এমনটা কিন্তু একেবারেই নয়। জুনের শেষ দিকে অথবা জুলাইয়ের প্রথমেই প্রেক্ষাগৃহে আসবে ‘কালিয়াচক চ্যাপ্টার ১’।”
আরও পড়ুন: ‘অযোগ্য’ টিমকে সারপ্রাইজ দেব-রুক্মিণীর!
উল্লেখ্য, ‘সাঁই বাংলা ফিল্মস’ এবং নয়ন রাজের প্রযোজনায় বড়পর্দায় আসছে ‘কালিয়াচক চ্যাপ্টার ১’। রাতুলের পরিচালনায় এই ছবিতে কালিয়াচক নামক স্থানের একদল বাসিন্দার কাজকর্মের গল্প বলবে। ছবিতে নবাগত অসীম ও অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রের (Rupanjana Mitra) সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে পার্থসারথী, দেবপ্রসাদ হালদার, দেবপ্রতীম দাশগুপ্ত, প্রতীশ ঘোষকে। অতনু তানুজ ঘোষের চিত্রনাট্যে তৈরি হয়েছে ছবিটি।
দেখুন বিনোদনের আরও খবর