বিনোদুনিয়ায় আলোচনার তুঙ্গে রয়েছেন অভিনেতা টাইগার শ্রফ।সৌজন্যে অতি অবশ্যই তাঁর আগামী ছবি ‘হিরোপন্তি ২’।ছবিতে অভিনেতার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী তারা সুতারিয়া।ভিলেনের ভূমিকায় রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি।টাইগার শ্রফের ভক্তরা যে ছবি দেখার অপেক্ষায় দিন গুনছেন তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।আগামী ২৯ এপ্রিল মুক্তি পাবে ‘হিরোপন্তি ২’,কিন্তু এরই মধ্যে ভক্তদের জন্য মিলল নতুন সুখবর।অভিনয়ের পাশাপাশি গানটাও যে টাইগার খুব ভালো গাইতে পারেন সেকথা সকলেই জানেন।ইতিমধ্যেই তাঁর দুটি মিউজিক ভিডিও রিলিজও করেছে যা রীতিমতো জনপ্রিয় হয়েছিল।ফের আসতে চলেছে টাইগার শ্রফের নতুন গান।এবার আর অভিনেতার পাশাপাশি পপস্টার তকমাও পেতে চলেছেন জ্যাকিপুত্র,কারণ টাইগার শ্রফের পরের গান হতে চলেছে একটি ইংলিশ পপ ট্র্যাক।গানটির একটি মিউজিক ভিডিও-ও প্রকাশ্যে আসবে।শোনা যাচ্ছে টাইগার শ্রফের ইংলিশ পপ গানটি প্রযোজনা করেছেন প্রযোজক বাসু ভাগনানির ছেলে জ্যাকি ভাগনানির সংস্থা।সহ প্রযোজনার দায়িত্বে থাকছে হলিউড খ্যাত সংস্থা ওয়ার্নার মিউজিক ইন্ডিয়া।
Html code here! Replace this with any non empty text and that's it.