কলকাতা: না ফেরার দেশে পাড়ি দিলেন ‘চোখ’-এর স্রষ্টা, পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী (Utpalendu Chakraborty)। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। গত ৩-৪ দিন ধরে তাঁর স্বাস্থ্যের অনেকটাই অবনতি ঘটে। মঙ্গলবার সন্ধ্যায় নিজের রিজেন্ট পার্কের বাড়িতেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক। মৃত্যুকালে উৎপলেন্দুর বয়স হয়েছিল ৭৬ বছর। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Sad at the demise of eminent Film Director Utpalendu Chakrabarty.
His films were critically acclaimed and received distinguished awards. His demise will create void in our film industry.
My condolences to his family and friends.
— Mamata Banerjee (@MamataOfficial) August 20, 2024
আরও পড়ুন: সেলিব্রিটি দিয়ে আন্দোলন হয়না, আরজি কর কাণ্ডে বিস্ফোরক দেবালয়
পরিচালকের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, গত এপ্রিল মাসে নিজের বাড়িতেই পড়ে গিয়েছিলেন উৎপলেন্দু। কোমর ও ডান পায়ে আঘাত পান। ভেঙে যায় হাড়। উৎপলেন্দুবাবুর সহকারী অর্ঘ্য মুখোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, পরিচালকের প্রস্টেটের সমস্যা ছিল। ক্যাথিটার খোলার পর বাড়িতে হাঁটার চেষ্টা করছিলেন তিনি। সেই সময়ই পড়ে গিয়েছিলেন। তারপর থেকেই শারীরিক ভাবে ব্যাপক ভেঙে পড়েছিলেন পরিচালক। আজ ৫:৫০ মিনিট নাগাদ পরলোকগমণ করেন পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী।
উল্লেখ্য, পরিচালক শতরূপা সান্যালের প্রাক্তন স্বামী এবং অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী ও চিত্রাঙ্গদা চক্রবর্তীর বাবা উৎপলেন্দু চক্রবর্তী। যদিও উৎপলেন্দুর সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের কোনও যোগাযোগ ছিল না দীর্ঘদিন ধরেই। আটের দশকে ‘ময়নাতদন্ত’, ‘চোখ’, ‘দেবশিশু’-র মতো চর্চিত ছবি পরিচালনা করেছিলেন তিনি। ‘চোখ’ ছবির জন্য সেরা পরিচালকের জাতীয় পুরস্কার এসেছিল উৎপলেন্দুর ঝুলিতে।
দেখুন বিনোদনের আরও খবর