Placeholder canvas

Placeholder canvas
Homeলাইফস্টাইলOmicron in Small Kids: ছোটদের কার্ডিয়াক অ্যারেস্টের কারণ হয়ে দাঁড়াতে পারে ওমিক্রন

Omicron in Small Kids: ছোটদের কার্ডিয়াক অ্যারেস্টের কারণ হয়ে দাঁড়াতে পারে ওমিক্রন

Follow Us :

নয়াদিল্লি, ১৯ এপ্রিল:  ক্রুপ হল একধরণের শ্বাসকষ্ট জনিত অসুস্থতা, ডাক্তারি ভাষায় একে বলে ল্যারিনগোট্রাকাইটিস ৷ সাধারণত ছোট বাচ্চাদের মধ্যেই এর প্রকোপ বেশি দেখা যায় ৷ শব্দ করে শ্বাস নেওয়া এবং ঘং ঘং কাশির মাধ্য়মে এটিকে চিহ্নিত করা যায় ৷ গুরুতর হলে এটি শ্বাসকষ্টেরও কারণ হয়ে দাঁড়াতে পারে ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো এবং নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি দল সার্স কোভ- ২ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১৮৮৪৯ জন বাচ্চার উপর সম্প্রতি একটি রিসার্চ চালিয়েছিলেন ৷ তাঁদের গবেষণার ফলাফলগুলি জামা পেডিয়াট্রিক্সে প্রকাশিত হয়েছে ৷

ফল ফলে দেখা গিয়েছে, ওমিক্রন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্বাসনালীর উপরিভাগে সংক্রমণ বেড়েছে ৷ প্রায় ৩৪৮ জনের মধ্যে উপরের শ্বাসনালীতে সংক্রমণের লক্ষণ চিহ্নিত করেছিলেন গবেষকরা ৷ এদের মধ্যে ৮১জনের মধ্য়ে ভাসোপ্রেসার, বা এক্সট্রাকর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশনের লক্ষণ ধরা পড়েছিল । যার জন্য ইনভেসিভ ভেন্টিলেশন প্রয়োজন ৷ এই রোগটি এতই গুরুতর যে, তা যে কোনও সময় রোগীকে মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে ৷

ইউনিভার্সিটি অফ কলোরাডোর স্কুল অফ মেডিসিনের পেডিয়াট্রিক্স বিভাগের ব্লেক মার্টিন-সহ অন্যান্য গবেষকদের মতে, আপার এয়ারওয়েতে গুরুতর সংক্রমণ হলে শিশুদের কার্ডিয়াক অ্যারেস্টের ঝুঁকি সবচেয়ে বেশি বেড়ে যায় ৷ এদের জন্য ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের প্রয়োজন হতে পারে ৷ ঘন ঘন নেবুলাইজড রেসিমিক এপিনেফ্রিন, হিলিয়াম-অক্সিজেন মিশ্রণ এবং ইনটিউবেশন দেওয়ার প্রয়োজন হতে পারে ৷ যদিও সার্স কোভ-২ আক্রান্ত শিশুদের মধ্য়ে পেডিয়াট্রিক আপার এয়ারওয়ে ইনফেকশনের হার খুব বেশি নয় ৷ তবে পরবর্তী চিকিৎসা এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য় এই নতুন ক্লিনিক্যাল ফোনোটাইপ এবং উপরের শ্বাসনালীতে বাধার বিষয়টি ভাল করে বোঝা একান্ত দরকার ৷

গত বছরের নভেম্বরে আফ্রিকান দেশগুলিতে প্রথম খুঁজে পাওয়া যায় ওমিক্রন ৷ এরপর ডিসেম্বরের শেষদিকে তা মার্কিন যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ে ৷ গবেষকদের মতে, ওমিক্রন ডেল্টা (B.1.617.2) ভ্যারিয়েন্টের তুলনায় কম তীব্র ৷ এর কারণ হতে পারে ওমিক্রন ফুসফুসের প্যারেনকাইমাতে ডেল্টা ভ্যারিয়েন্টের মতে ততখানি আক্রমণ করে না ৷ তবে গবেষকরা জানিয়েছেন, সার্স কোভ- ২ মাল্টিসিস্টেম ইনফ্ল্যামেটরি সিন্ড্রোম-সহ অন্যান্য শিশু রোগের কারণ হতে পারে ৷

আরও পড়ুন : Food for healthy liver: লিভার ভাল রাখতে এই সব খাবার নিয়মিত খেতে পারেন

RELATED ARTICLES

Most Popular