Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsDeucha Pachami: চাকরি মিলবে কবে, জেলাশাসকের কাছে দরবার দেউচা পাঁচামির ইচ্ছুক জমিদাতাদের

Deucha Pachami: চাকরি মিলবে কবে, জেলাশাসকের কাছে দরবার দেউচা পাঁচামির ইচ্ছুক জমিদাতাদের

Follow Us :

বোলপুর: পুলিসে চাকরির নিয়োগপত্র হাতে পেয়েছেন বেশ কয়েক মাস আগে। কিন্তু এখনও চাকরিতে যোগ দিতে পারেননি দেউচা পাঁচামির অনেক ইচ্ছুক জমিদাতা। চাকরিতে কবে যোগ দেওয়া যাবে, সেই প্রশ্নে মঙ্গলবার বীরভূমের জেলাশাসকের কাছে দরবার করলেন সেই জমিদাতারা। জেলশাসক বিধান রায় জানিয়ে দেন, চাকরি যেহেতু পুলিস বিভাগের, তাই যোগাযোগ করতে হবে পুলিস সুপারের সঙ্গে।

দেউচা পাঁচামির প্রস্তাবিত প্রকল্পের জন্যে স্থানীয় অনেকে স্বেচ্ছায় জমি দিয়েছিলেনl মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছুক জমিদাতাদের জন্য ভাল প্যাকেজের কথা জানিয়েছিলেন। পরিবারপিছু একজন করে পুলিসে চাকরি দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। নবান্নে আনুষ্ঠানিকভাবে কয়েকজনের হাতে তিনি নিয়োগপত্রও তুলে দিয়েছিলেন। পরে জেলা প্রশাসন মহাম্মদ বাজারের প্যাটেল নগরে জমিদাতাদের হাতে চাকরির নিয়োগপত্র দেন।

আরও পড়ুন: Calcutta High Court: পড়ুয়াদের স্কুল করতে দিতে হবে, জিডি বিড়লা-সহ অন্যদের নির্দেশ হাইকোর্টের

কিন্তু নিয়োগপত্র পেলেও কেউই এখনও পর্যন্ত চাকরি পাননি। এদিন স্থানীয় অনেক যুবক জেলাশাসকের দফতরে যান সেই চাকরির খোঁজে। তাদের একটাই প্রশ্ন, স্যর, চাকরি কবে মিলবে। জেলাশাসক অবশ্য সেই প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি। তিনি জেলার পুলিস সুপারের কাছে যাওয়ার পরামর্শ দেন।

RELATED ARTICLES

Most Popular