কলকাতা: রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ করতে গেলেন এক অভিযোগকারীণী। এমনই চাঞ্চল্যকর অভিযোগ রাজভবনের এক অস্থায়ী কর্মীর। রাজভবনের ওসিকে প্রথমে এ বিষয়টি জানান ওই মহিলা। তারপর তাঁকে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়। রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ রাজ্যে নজিরবিহীন।
বৃহস্পতিবারই রাতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাতে রাজভবনে থাকার কথা রয়েছে তাঁর। এরই মাঝে রাজ্যপালের বিরুদ্ধে এমন অভিযোগকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক।
আরও পড়ুন: বিজেপির সুভাষের বিরুদ্ধে নির্দলে মনোনয়ন পেশ দলীয় নেতার
ওই মহিলার অভিযোগ, পিস রুম খোলার সময় তাঁর সঙ্গে পরিচয় হয় রাজ্যপালের। সেদিন প্রথম তাঁর সঙ্গে কথা বলেন। মহিলার বায়োডাটাও নেন রাজ্যপাল। আজ নিয়ে ২ দিন নিজের চেম্বারে ডাকেন রাজ্যপাল। মহিলার শরীরে স্পর্ষ করেন বলে অভিযোগ। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে রাজভবনের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।